০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

ট্রাম্পের উপর হামলার ঘটনায় বাইডেনকে দায়ী করা হচ্ছে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর দল ডেমোক্রেটিক পার্টিকে দুষছেন রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতারা।

রিপাবলিকান সিনেটর জেডি ভান্সকে ট্রাম্পের রানিংমেট বা পরবর্তী ট্রাম্প প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট পদে ভাবা হচ্ছে। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচার শিবিরের ‘বাড়াবাড়ির’ ফল।

ট্রাম্পের রানিংমেট হিসেবে আরেকটি নাম নিয়ে জোর গুঞ্জন রয়েছে। তিনি ব্যবসায়ী ও রাজনীতিক বিবেক রামাস্বামী। এবারের নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে তিনি প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন।

রামাস্বামী বলেন, ‘আজকের রাজনৈতিক সহিংসতার পর বাইডেন যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটা অপর্যাপ্ত ও অপ্রাসঙ্গিক হবে।’

রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য ও ট্রাম্পের কট্টর সমর্থক টেইলর গ্রিনি সরাসরি ডেমোক্রেটিক পার্টির দিকে আঙুল তুলেছেন। বলেছেন, ‘তারা (ডেমোক্র্যাটরা) চাইছিল এমনটা ঘটুক।’ তবে সুনির্দিষ্ট কোনো প্রমাণ হাজির করেননি তিনি।

টেইলর গ্রিনি বলেন, ‘ট্রাম্প চলে যাক, এটা অনেক বছর ধরেই তাঁরা চাইছিলেন এবং এর জন্য যা কিছু করা দরকার, সেটার জন্য তারা প্রস্তুত ছিলেন।’

কংগ্রেস সদস্য ও রিপাবলিকান পার্টির নেতা মাইক কলিন্স হামলার জন্য সরাসরি বাইডেনকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ‘জো বাইডেন নির্দেশ দিয়েছেন।’

সূত্র: আল-জাজিরা

 

বিজনেস বাংলাদেশ/ফারুক

জনপ্রিয়

ট্রাম্পের উপর হামলার ঘটনায় বাইডেনকে দায়ী করা হচ্ছে

প্রকাশিত : ০৩:৪১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর দল ডেমোক্রেটিক পার্টিকে দুষছেন রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতারা।

রিপাবলিকান সিনেটর জেডি ভান্সকে ট্রাম্পের রানিংমেট বা পরবর্তী ট্রাম্প প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট পদে ভাবা হচ্ছে। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচার শিবিরের ‘বাড়াবাড়ির’ ফল।

ট্রাম্পের রানিংমেট হিসেবে আরেকটি নাম নিয়ে জোর গুঞ্জন রয়েছে। তিনি ব্যবসায়ী ও রাজনীতিক বিবেক রামাস্বামী। এবারের নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে তিনি প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন।

রামাস্বামী বলেন, ‘আজকের রাজনৈতিক সহিংসতার পর বাইডেন যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটা অপর্যাপ্ত ও অপ্রাসঙ্গিক হবে।’

রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য ও ট্রাম্পের কট্টর সমর্থক টেইলর গ্রিনি সরাসরি ডেমোক্রেটিক পার্টির দিকে আঙুল তুলেছেন। বলেছেন, ‘তারা (ডেমোক্র্যাটরা) চাইছিল এমনটা ঘটুক।’ তবে সুনির্দিষ্ট কোনো প্রমাণ হাজির করেননি তিনি।

টেইলর গ্রিনি বলেন, ‘ট্রাম্প চলে যাক, এটা অনেক বছর ধরেই তাঁরা চাইছিলেন এবং এর জন্য যা কিছু করা দরকার, সেটার জন্য তারা প্রস্তুত ছিলেন।’

কংগ্রেস সদস্য ও রিপাবলিকান পার্টির নেতা মাইক কলিন্স হামলার জন্য সরাসরি বাইডেনকে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ‘জো বাইডেন নির্দেশ দিয়েছেন।’

সূত্র: আল-জাজিরা

 

বিজনেস বাংলাদেশ/ফারুক