০১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

কোপা আমেরিকার শেষ হাসি কে হাসবে?

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল ভোরে কোপা আমেরিকার সেই ফাইনালের গল্পটা কি শেষ পর্যন্ত আর্জেন্টিনার হবে? গল্পটা কলম্বিয়ারও হতে পারে। টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে যারা নিজেদের রেকর্ডই নতুন করে গড়েছে এই টুর্নামেন্টে।

কলম্বিয়াকে হারিয়ে দিলেই তো উরুগুয়েকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ১৬টি মহাদেশীয় ট্রফি জেতার রেকর্ডের একক মালিকানা আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে কোপা-বিশ্বকাপ-কোপা—টানা এই তিন ট্রফি জেতার বিরল কীর্তির হাতছানি। দুটি মহাদেশীয় এবং একটি বিশ্বকাপ, টানা এই তিন ট্রফি জেতার যে কীর্তি এখন পর্যন্ত মাত্র একটি দলের—স্পেন।

গল্পটা কলম্বিয়ারও হতে পারে। টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে যারা নিজেদের রেকর্ডই নতুন করে গড়েছে এই টুর্নামেন্টে। আর্জেন্টিনার কাছে ফাইনালটা নির্ধারিত কিংবা অতিরিক্ত সময়ের মধ্যে না হারলেই সেই রেকর্ডটা ২৯ ম্যাচের হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত ট্রফি না পেলে যে এই সংখ্যাটা আসলে মূল্যহীন। অপরাজিত এই যাত্রাটা রাঙানোর কী দারুণ সুযোগই না পেয়েছে কলম্বিয়া! যে আর্জেন্টিনার কাছে ২০২২–এর ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাইয়ে হারের পর থেকে এই অপরাজেয় যাত্রা, সেই আর্জেন্টিনাকে হারিয়েই কোপার ট্রফি জয়ের সুযোগ এবার।

কিংবা গল্পটা হবে আনহেল দি মারিয়ার। আর্জেন্টিনার জার্সিতে ফাইনাল মানেই তো দি মারিয়ার গোল। ২০২১ কোপা, ২০২২ লা ফিনালিসিমা, ওই বছরই কাতার বিশ্বকাপ, আর্জেন্টিনার এই তিনটি শিরোপা-উৎসবই তো দি মারিয়ার গোলে রঙিন। ২০১৪ বিশ্বকাপের ফাইনালটা চোট পেয়ে খেলতে পারেননি, এ নিয়ে কত আক্ষেপ করেছেন, ‘প্লেয়ার্স ট্রিবিউন’-এ কান্নাভেজা চিঠি লিখে ভক্তদের বলেছিলেন, মাঠে মরে গেলেও সেই ফাইনালটা সেদিন খেলতে চেয়েছিলেন।

পরে একটা বিশ্বকাপ জেতায় সেই আক্ষেপ হয়তো কিছুটা কমেছে। এখন আর অপ্রাপ্তি সম্ভবত কিছু নেই। আগামীকালই যে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটা খেলবেন, সেই ঘোষণা দিয়ে রেখেছেন আগেই। আরও একটা গোল, আর্জেন্টিনার আরও একটা শিরোপা-উৎসবে তাঁর এই গল্পটা শেষ হলে কী দারুণই না হবে!

অথবা হয়তো ফাইনালটা হবে হামেস রদ্রিগেজের। বিশ্ব ফুটবলে আগামীর মহাতারকা হওয়ার আভাস দিয়ে যার উত্থান ২০১৪ বিশ্বকাপে। ওই বিশ্বকাপের গোল্ডেন বুট, তারপর ইতিহাসের সবচেয়ে দামি কলম্বিয়ান ফুটবলার হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া, লা লিগা-চ্যাম্পিয়নস লিগ-ক্লাব বিশ্বকাপ জেতার পর কেন যেন হারিয়ে যেতে শুরু করলেন রদ্রিগেজ। জায়গা হারালেন কলম্বিয়া দলে, রিয়াল মাদ্রিদও তাঁকে ছেড়ে দিল। এভারটন, আল রাইয়ান, অলিম্পিয়াকস ঘুরে ঠিকানা এখন সাও পাওলো। এবং বিস্ময়করভাবে এবারের কোপায় অনেক দিন পর সেই চেনা রদ্রিগেজ!

মাত্র একটা গোল করলেও করিয়েছেন ৬টি, যা কোপার ১০৮ বছরের ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি গোল করানোর রেকর্ড। কলম্বিয়ান কিংবদন্তি হওয়ার আভাস দিয়ে যে রদ্রিগেজের শুরু, ৩৩ বছর বয়সে এসে দেশের একটা শিরোপা জয়ের নায়ক হওয়ার সুযোগ। পারবেন কি?

 

বিজনেস বাংলাদেশ/এমএফ

জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

কোপা আমেরিকার শেষ হাসি কে হাসবে?

প্রকাশিত : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল ভোরে কোপা আমেরিকার সেই ফাইনালের গল্পটা কি শেষ পর্যন্ত আর্জেন্টিনার হবে? গল্পটা কলম্বিয়ারও হতে পারে। টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে যারা নিজেদের রেকর্ডই নতুন করে গড়েছে এই টুর্নামেন্টে।

কলম্বিয়াকে হারিয়ে দিলেই তো উরুগুয়েকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ১৬টি মহাদেশীয় ট্রফি জেতার রেকর্ডের একক মালিকানা আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে কোপা-বিশ্বকাপ-কোপা—টানা এই তিন ট্রফি জেতার বিরল কীর্তির হাতছানি। দুটি মহাদেশীয় এবং একটি বিশ্বকাপ, টানা এই তিন ট্রফি জেতার যে কীর্তি এখন পর্যন্ত মাত্র একটি দলের—স্পেন।

গল্পটা কলম্বিয়ারও হতে পারে। টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে যারা নিজেদের রেকর্ডই নতুন করে গড়েছে এই টুর্নামেন্টে। আর্জেন্টিনার কাছে ফাইনালটা নির্ধারিত কিংবা অতিরিক্ত সময়ের মধ্যে না হারলেই সেই রেকর্ডটা ২৯ ম্যাচের হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত ট্রফি না পেলে যে এই সংখ্যাটা আসলে মূল্যহীন। অপরাজিত এই যাত্রাটা রাঙানোর কী দারুণ সুযোগই না পেয়েছে কলম্বিয়া! যে আর্জেন্টিনার কাছে ২০২২–এর ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাইয়ে হারের পর থেকে এই অপরাজেয় যাত্রা, সেই আর্জেন্টিনাকে হারিয়েই কোপার ট্রফি জয়ের সুযোগ এবার।

কিংবা গল্পটা হবে আনহেল দি মারিয়ার। আর্জেন্টিনার জার্সিতে ফাইনাল মানেই তো দি মারিয়ার গোল। ২০২১ কোপা, ২০২২ লা ফিনালিসিমা, ওই বছরই কাতার বিশ্বকাপ, আর্জেন্টিনার এই তিনটি শিরোপা-উৎসবই তো দি মারিয়ার গোলে রঙিন। ২০১৪ বিশ্বকাপের ফাইনালটা চোট পেয়ে খেলতে পারেননি, এ নিয়ে কত আক্ষেপ করেছেন, ‘প্লেয়ার্স ট্রিবিউন’-এ কান্নাভেজা চিঠি লিখে ভক্তদের বলেছিলেন, মাঠে মরে গেলেও সেই ফাইনালটা সেদিন খেলতে চেয়েছিলেন।

পরে একটা বিশ্বকাপ জেতায় সেই আক্ষেপ হয়তো কিছুটা কমেছে। এখন আর অপ্রাপ্তি সম্ভবত কিছু নেই। আগামীকালই যে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটা খেলবেন, সেই ঘোষণা দিয়ে রেখেছেন আগেই। আরও একটা গোল, আর্জেন্টিনার আরও একটা শিরোপা-উৎসবে তাঁর এই গল্পটা শেষ হলে কী দারুণই না হবে!

অথবা হয়তো ফাইনালটা হবে হামেস রদ্রিগেজের। বিশ্ব ফুটবলে আগামীর মহাতারকা হওয়ার আভাস দিয়ে যার উত্থান ২০১৪ বিশ্বকাপে। ওই বিশ্বকাপের গোল্ডেন বুট, তারপর ইতিহাসের সবচেয়ে দামি কলম্বিয়ান ফুটবলার হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া, লা লিগা-চ্যাম্পিয়নস লিগ-ক্লাব বিশ্বকাপ জেতার পর কেন যেন হারিয়ে যেতে শুরু করলেন রদ্রিগেজ। জায়গা হারালেন কলম্বিয়া দলে, রিয়াল মাদ্রিদও তাঁকে ছেড়ে দিল। এভারটন, আল রাইয়ান, অলিম্পিয়াকস ঘুরে ঠিকানা এখন সাও পাওলো। এবং বিস্ময়করভাবে এবারের কোপায় অনেক দিন পর সেই চেনা রদ্রিগেজ!

মাত্র একটা গোল করলেও করিয়েছেন ৬টি, যা কোপার ১০৮ বছরের ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি গোল করানোর রেকর্ড। কলম্বিয়ান কিংবদন্তি হওয়ার আভাস দিয়ে যে রদ্রিগেজের শুরু, ৩৩ বছর বয়সে এসে দেশের একটা শিরোপা জয়ের নায়ক হওয়ার সুযোগ। পারবেন কি?

 

বিজনেস বাংলাদেশ/এমএফ