দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকেও নতুন নতুন ইস্যু তৈরি করে রাজনীতির মাঠ গরম করার পাঁয়তারা করেছেন। ইচ্ছে করে স্বজনদের সাথে দেখা না করে নতুন আরেকটি প্লট তৈরির ষড়যন্ত্র করছেন তিনি।
শনিবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৫টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে যান তার বোন সেলিমা ইসলাম, সেলিমা ইসলামের স্বামী রফিকুল ইসলাম, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শারমিন জামান খান, খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুন ও ভাগ্নি সাফিয়া ইসলাম। সোয়া ৫টা পর্যন্ত প্রায় আধাঘন্টা কারাগারের ভেতরে অবস্থান করেন তারা। কিন্তু সেখানে তারা দীর্ঘ সময় অবস্থান করলেও বেগম খালেদা জিয়ার সাথে তাদের দেখা হয়নি। কারাগারের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেগম খালেদা জিয়া ইচ্ছে করেই তার আত্মীয়দের সঙ্গে দেখা করেননি।
কারাগারের ওই সূত্র জানায়, খালেদা জিয়ার স্বজনরা কারাগারে তার কক্ষেই দেখা করার অনুমতি চেয়েছিল। কিন্তু নিয়ম অনুযায়ী তা সম্ভব নয়। স্বজনদের সঙ্গে খালেদা জিয়া তার রুমের পাশে করিডোরে দেখা করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। এর মাধ্যমে খালেদা জিয়া ষড়যন্ত্রের আরও একটি ইস্যু তৈরি করতে চেয়েছেন বলে বলছেন অনেকেই।
তারা বলছেন, যেহেতু খালেদা জিয়ার স্বজনরা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তাই আগেরমতই তিনি তাদের সঙ্গে করিডোরে দেখা করতে পারতেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়া আত্মীয়দের সাথে সাক্ষাৎ এড়িয়ে যান। এটিকে খালেদা জিয়ার ‘নাটক’ বলেও মনে করছেন কেউ কেউ।
এরআগে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এখন আবার স্বজনদের সাথে দেখা না করা। এ বিষয়গুলো নতুন ইস্যু তৈরি করে রাজনৈতিক মাঠ গরমের পাঁয়তারা বলে মনে করছেন অনেকে।
























