শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশ। রাজধানীতে ফিরছে চিরচেনা যানজট। এই যানজটেই বসে থাকতে দেখা গেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে। এ সময় রাষ্ট্রীয় প্রটোকল ছিল তার সঙ্গে।
রবিবার (১১ আগস্ট) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, ভিভিআইপি প্রটোকল নিয়েই যানজটে বসে আছেন ড. ইউনূস।
ভিডিওতে ড. ইউনূসের গাড়ির চারপাশের উৎসুক জনতাকে লক্ষ্য করা গেছে। তাদের বলতে শোনা যায়, আপনারা সবাই রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকুন। নিরাপদ দূরত্বে থাকুন। রাস্তা থেকে দূরে দাঁড়ান।
জানা গেছে, রবিবার ড. ইউনূসের গাড়িবহন রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন বক চত্বর এলাকা থাকা অবস্থায় ভিডিওটি করা হয়েছে।
বাংলাদেশের প্রশাসনিক নিরাপত্তা প্রটোকল বিধি অনুসারে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচলের সময় সড়কের এক পাশ খালি করে চলাচলের বিধান রয়েছে।
বিজনেস বাংলাদেশ/এমএফ