শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৩০ জুন ২০১৮ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের ছয় মাসের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা আগের বছর এই সময় থেকে ৪২ শতাংশ কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি অর্থবছরের ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৬ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ০.৯৬ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা ০.৪০ টাকা বা ০.৪২ শতাংশ কমেছে।
এদিকে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ০.২৪ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ০.২৩ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের তিন মাসে ইপিএস বেড়েছে ০.০১ টাকা বা ৪ শতাংশ।
৩০ জুন ২০১৮ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা।

























