চট্টগ্রাম খুলশী থানাধীন আমবাগান এলাকার মা-মেয়েকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের পরিবার।
নিহত মনোয়ারা বেগমের ছেলে মোস্তাফিজুর রহমান বাদি হয়ে খুলশী থানায় রবিবার রাতে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মা ও তার মেয়ে হত্যার ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। নিহতদের ছেলে ও ভাই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটনে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে।
তিনি বলেন, একাধিক বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে। আশা করছি খুব দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করতে পারবো।
তিনি আরো বলেন, এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম-পরিচয় প্রকাশ করতে পারছি না।
উল্লেখ্য, রবিবার দুপুর ১২টার দিকে বাড়ির রিজার্ভ ট্যাংক থেকে ব্যাংক কর্মকর্তা মেহেরুন নেছা বেগম (৬৭) ও তার মা মনোয়ারা বেগমের (৯৭) লাশ উদ্ধার করে পুলিশ।
মেহেরুন্নেসার মাথায় আঘাত এবং মনোয়ারা বেগমকে শ্বাস রোধে হত্যার পর লাশ পানির ট্যাংকে ফেলা হয় বলে পুলিশের ধারণা।



















