দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যাকবলিত এলাকায় শুকনো খাবার, পানি ও অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে রওনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
গতকাল শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে ত্রাণসামগ্রী প্রস্তুতের পর সেখান থেকে ট্রাকে করে রওনা হন তারা।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, লবণ, মুড়ি-চিড়া, ঔষধ, খেজুর, কাপড়সহ শুকনো খাবার এবং প্রয়োজনীয় রসদ। পাশাপাশি বন্যাকবলিত দুর্গম এলাকায় রান্নার জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এজন্য সেখানে বাবুর্চিও পাঠানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জনমানুষের পাশে দাঁড়িয়েছে। ইতোমধ্যে ছাত্রদলের হাইকমান্ডের নির্দেশে বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়নসহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বন্যার্তদের সহায়তা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি ইউনিট আজ বন্যার্তদের সহায়তা করেছে। আমরা সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।
বিজনেস বাংলাদেশ/এমএফ






















