০৯:২০ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আসলাম চৌধুরীর শুভেচ্ছা

গণতন্ত্র, বাকস্বাধীনতা রক্ষা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামসহ সারাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও কারানির্যাতিত নেতা লায়ন আসলাম চৌধুরী।

শনিবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।

আসলাম চৌধুরী বলেন, আজ থেকে ৪৬ বছর পূর্বে দেশের এক ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্ববরেণ্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এদেশের মানুষকে একদলীয় দুঃশাসনের যাঁতাকল থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় জেল জুলুম নির্যাতন সহ্য করে দলকে সুসংহত এবং দেশ গড়তে কাজ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর সুযোগ্যপুত্র দেশনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে এখন
পর্যন্ত যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের প্রতিগভীর শ্রদ্ধা এবং বাংলাদেশে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে যেসব ছাত্র, জনতা, সাধারণ মানুষ শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনা করি। তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না।

তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক চেতনায় গণমানুষের দল। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার বিএনপিথর সকল নেতাকর্মী অন্তরে ধারণ করে। গত ১৬ বছর আওয়ামী দুঃশাসন, মিথ্যা মামলা, উন্নয়নের নামে মহালুটপাট, গুম, খুন, গুপ্তহত্যায় মানুষ অতিষ্ট ছিল। দেশে বাকস্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না, নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ছিল না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমাদের সকলের প্রাথমিক বিজয় হয়েছে। কিন্তু দেশকে পুর্ণগঠন করতে হলে আমাদেরকে সতর্ক থেকে কাজ করতে হবে। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির সকল নেতাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ।

আসলাম চৌধুরী বলেন, বিএনপি ভবিষ্যতে দেশকে এমনভাবে গড়বে যেখানে থাকবে গণতন্ত্র, সাধারণ মানুষের কথা বলার অধিকার, সকল ধর্ম বর্ণ ও জাতের মানুষ তাদের সমান অধিকার ভোগ করবে, দুর্নীতি থাকবে না কোনো সেক্টরে, নির্ভয়ে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। বিনা কারণে কেউ হয়রানি হবে না। সুখী, সমৃদ্ধ
বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই কাজ করবো।

বিএনপিথর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দেশবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিথর পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার জন্য উদাত্ত আহবান জানান তিনি।

 

বিজনেস বাংলাদেশ/এমএফ

 

জনপ্রিয়

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি,প্রতিবাদে অবরোধ

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আসলাম চৌধুরীর শুভেচ্ছা

প্রকাশিত : ০৭:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

গণতন্ত্র, বাকস্বাধীনতা রক্ষা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামসহ সারাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও কারানির্যাতিত নেতা লায়ন আসলাম চৌধুরী।

শনিবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।

আসলাম চৌধুরী বলেন, আজ থেকে ৪৬ বছর পূর্বে দেশের এক ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্ববরেণ্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এদেশের মানুষকে একদলীয় দুঃশাসনের যাঁতাকল থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় জেল জুলুম নির্যাতন সহ্য করে দলকে সুসংহত এবং দেশ গড়তে কাজ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর সুযোগ্যপুত্র দেশনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে এখন
পর্যন্ত যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের প্রতিগভীর শ্রদ্ধা এবং বাংলাদেশে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে যেসব ছাত্র, জনতা, সাধারণ মানুষ শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনা করি। তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না।

তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক চেতনায় গণমানুষের দল। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার বিএনপিথর সকল নেতাকর্মী অন্তরে ধারণ করে। গত ১৬ বছর আওয়ামী দুঃশাসন, মিথ্যা মামলা, উন্নয়নের নামে মহালুটপাট, গুম, খুন, গুপ্তহত্যায় মানুষ অতিষ্ট ছিল। দেশে বাকস্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না, নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ছিল না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমাদের সকলের প্রাথমিক বিজয় হয়েছে। কিন্তু দেশকে পুর্ণগঠন করতে হলে আমাদেরকে সতর্ক থেকে কাজ করতে হবে। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির সকল নেতাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ।

আসলাম চৌধুরী বলেন, বিএনপি ভবিষ্যতে দেশকে এমনভাবে গড়বে যেখানে থাকবে গণতন্ত্র, সাধারণ মানুষের কথা বলার অধিকার, সকল ধর্ম বর্ণ ও জাতের মানুষ তাদের সমান অধিকার ভোগ করবে, দুর্নীতি থাকবে না কোনো সেক্টরে, নির্ভয়ে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। বিনা কারণে কেউ হয়রানি হবে না। সুখী, সমৃদ্ধ
বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই কাজ করবো।

বিএনপিথর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দেশবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিথর পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার জন্য উদাত্ত আহবান জানান তিনি।

 

বিজনেস বাংলাদেশ/এমএফ