লেনদেন ও সূচকের মিশ্র প্রভণতায় চলছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে ৬ কোম্পানি। এ কোম্পানিগুলোর শেয়ারে ক্রেতা আগ্রহ সর্বোচ্চ থাকলেও বিক্রেতা সংকট ছিল। ফলে, টাকা দিলেও কোম্পানিগুলোর শেয়ার কিনতে পারে নি বিনিয়োগকারীরা।
কোম্পানিগুলো হলো- এপেক্স ট্যানারি, ইমাম বাটন, দুলামিয়া কটন, লিব্ররা ইনফিউশন, স্টাইল ক্রাফট ও ইস্টার্ন লুব্রিকেন্টস। জানা যায়, ৯.৯৪৭ শতাংশ দর বাড়ার মধ্যে দিয়ে হল্টেড হয়েছে এপেক্স ট্যানারি। এসময় কোম্পানিটির শেয়ার ১৬৯.৯ টাকা থেকে ১৮৬.৮ টাকা উঠে দাড়িয়েছে। এদিন কোম্পানিটির ৪ লাখ ১২ হাজার ১৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। ইমাম বাটন : ৯.৭৮৩ শতাংশ দর বেড়ে হল্টেড হয়েছে ইমাম বাটন। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার ৩০.৩ টাকায় স্থিতি পেয়েছে। এসময় কোম্পানিটির ৪২ হাজার ২৩০টি শেয়ার লেনদেন হয়েছে।
দুলামিয়া কটন: বস্ত্র খাতের এ কোম্পানিটিও হল্টেড হয়েছে। এসময় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৭৩২ শতাংশ। এছড়া ৬.২৪ শতাংশ বেড়ে ইস্টার্ন লুব্রিকেন্টস, ৫.৪৭১ শতাংশ বেড়ে লিব্ররা ইনফিউশন ও ৪.৯৯৭ শতাংশ বেড়ে স্টাইল ক্রাফট হল্টেড হয়েছে।

























