জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর জেলা কার্যালয়ের অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত মালিকগণের ওয়ারিশদের নিকট প্লট বরাদ্দের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
৮ সেপ্টেম্বর’২০২৪ সোমবার সকাল ১০ ঘটিকায় দিনাজপুর জেলাধীন কোতোয়ালী থানার উত্তর ফরিদপুর মৌজার জে. এল. নং- ৯৬ এলএ কেস নং-১৯/ চার/ ১৯৬০-৬১ এর হাউজিং এস্টেট এর আওতায় অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত মালিকগণের ওয়ারিশদের ও বাপ দাদার আমল থেকে বসবাসকৃত স্থানীয় পরিবারের নিকট প্লট বরাদ্দের দাবী ৪’শ পরিবারের। ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে প্রকাশিত
জাতীয় দৈনিক ও দিনাজপুর থেকে প্রকাশিত স্থানীয় একটি দৈনিক পত্রিকায় দিনাজপুর হাউজিং এস্টেটে সীমিত আয়ের লোকদের জন্য আবাসিক প্লট বরাদ্দের লটারীর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ১০ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় গৃহায়ন কতৃপক্ষ সেগুন বাগিচা ঢাকার সম্মেলন কক্ষে লটারী অনুষ্ঠিত হবে। ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী বিগত দিনের আওয়ামীলীগ সরকার থাকাকালে জাতীয় গৃহায়ন কতৃপক্ষ দিনাজপুর ডিভিশনের অনেকে আওয়ামীলীগ সরকারের নেতাকর্মীদের যোগসাজসে মোটা অংকের টাকা নিয়ে প্লট বরাদ্দ দিয়েছে। খোজঁ নিয়ে জানা যায়, একেকজনের রয়েছে ৩ টা ৪টা করে বাড়ী । যারা ক্ষতিগ্রস্থ পরিবার তাদেরকে বাস্তভটা হারা করতে চায় জাতীয় গৃহায়ন কতৃপক্ষ দিনাজপুর ডিভিশন। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বিভিন্ন শ্লোগান দেন , তারা বলেন, আওয়ামীলীগের লটারী মানিনা, মানবোনা, হুইপের লটারী মানবোনা, মানিনা। আন্দোলনের তোপের মুখে লটারী স্থগিতের ঘোষনা করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ মইনুল হক মোতাইদ। তিনি উপশহরের প্রত্যেক ব্লক থেকে একজন প্রতিনিধি নিয়ে তদন্ত করে প্লট বরাদ্দের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহন করবেন বলে আশ্বাস প্রদান করেন।
মানববন্ধনে মোঃ কামাল হোসেন জানান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অনেক প্লট রয়েছে, আমরা যারা বসবাসরত রয়েছি। প্রত্যেকেই আমরা সরকারের আইন অনুযায়ী ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করবো, আমরা এই এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে স্থান ছাড়া হতে চাই না। উপশহর ৪ নং ব্লকের আওতায় ১৩.১৪.১৫. ১৬.১৭.১৮.১৯.২০.২১.২২.২৩.২৪.২৫, উপশহর ৫ নম্বর ব্লকের ৫.৬.৭.১০.১১.১২.১৪.১৬.১৭.১৮. ১৯.২০.২১. ২২.২৩.২৪.২৫.২৬.২৮, উপশহর নতুন ৬ /এ ৩৭.৩৮ সহ খেরপট্টি এলাকায় কিছু প্লটে আমরা বসবাস করে আসছি। এই প্লট গুলো আমাদের বরাদ্দ দিয়ে বাকী প্লটগুলো লটারী দিক। মোছাঃ ফাতেমা বেগম জানান, দাদার আমল থেকে আমরা এখানে বসবাস করে আসছি, সরকারের কাছ থেকে ন্যায্য মূল্য দিয়ে প্লট কিনে নিবো। মানববন্ধনে বক্তারা ন্যার্য্য বিচার পাওয়ার জন্য অন্তরবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।