০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে চবি শিক্ষার্থীদের এক দিনের আল্টিমেটাম

দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ ও স্বাভাবিক কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় অন্তর্বর্তী সরকারকে এক দিনের আল্টিমেটাম দেন তারা।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে ১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন,স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবচেয়ে অবহেলিত ও বৈষম্যের শিকার। বৈষম্যবিরোধী আন্দোলন সফলভাবে সম্পন্ন হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনো বৈষম্য থেকে মুক্ত হয়নি। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ দেওয়া হয়ে গেছে সেখানে আমরা এখনো ভিসি পাইনি।আমরা চাই খুব শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেয়া হোক।

ফরেস্ট্রি ডিপার্টমেন্টের লাবিবা বলেন, করোনা সহ বিভিন্ন কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট অনেক বড় ধরনের সেশনজটে পড়ে আছে। এমন অবস্থায় আমাদের ভিসির জন্য মানববন্ধন করতে হচ্ছে এটা লজ্জাজনক।তাই অতি দ্রুত একজন অরাজনৈতিক ও শিক্ষার্থীবান্ধব ভিসি নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হোক।

মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আলী বলেন, আমরা স্বৈরাচারী সরকারকে পতনের পর তাদের দোসর প্রশাসনের পদত্যাগ ঘটিয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম একটি স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমরা এখনও ভিসি পাইনি। আমরা শিক্ষার্থীরা সেশনজট, আবাসন সমস্যাসহ বিভিন্ন সমস্যায় ভুগছি। এই বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান অনুযায়ী আরও আগে ভিসি নিয়োগ দেওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি। আমরা একমাস সময় দিয়েছি আর সময় দিতে চাই না। আপনারা একদিনের ভিতরে চবির ভিসি নিয়োগ দিবেন অন্যাথায় আমরা কঠোর কর্মসূচি দিব।

উল্লেখ্য, এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে গত ১২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের পদত্যাগ করেন।

বিজনেস বাংলাদেশ/ডিএস

 

ট্যাগ :
জনপ্রিয়

আমি কুমিল্লার মানুষের হৃদয়ে নাম লিখতে চাই : নবাগত জেলা প্রশাসক

দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে চবি শিক্ষার্থীদের এক দিনের আল্টিমেটাম

প্রকাশিত : ০৬:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ ও স্বাভাবিক কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় অন্তর্বর্তী সরকারকে এক দিনের আল্টিমেটাম দেন তারা।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে ১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন,স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবচেয়ে অবহেলিত ও বৈষম্যের শিকার। বৈষম্যবিরোধী আন্দোলন সফলভাবে সম্পন্ন হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনো বৈষম্য থেকে মুক্ত হয়নি। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ দেওয়া হয়ে গেছে সেখানে আমরা এখনো ভিসি পাইনি।আমরা চাই খুব শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেয়া হোক।

ফরেস্ট্রি ডিপার্টমেন্টের লাবিবা বলেন, করোনা সহ বিভিন্ন কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট অনেক বড় ধরনের সেশনজটে পড়ে আছে। এমন অবস্থায় আমাদের ভিসির জন্য মানববন্ধন করতে হচ্ছে এটা লজ্জাজনক।তাই অতি দ্রুত একজন অরাজনৈতিক ও শিক্ষার্থীবান্ধব ভিসি নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হোক।

মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আলী বলেন, আমরা স্বৈরাচারী সরকারকে পতনের পর তাদের দোসর প্রশাসনের পদত্যাগ ঘটিয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম একটি স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমরা এখনও ভিসি পাইনি। আমরা শিক্ষার্থীরা সেশনজট, আবাসন সমস্যাসহ বিভিন্ন সমস্যায় ভুগছি। এই বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান অনুযায়ী আরও আগে ভিসি নিয়োগ দেওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি। আমরা একমাস সময় দিয়েছি আর সময় দিতে চাই না। আপনারা একদিনের ভিতরে চবির ভিসি নিয়োগ দিবেন অন্যাথায় আমরা কঠোর কর্মসূচি দিব।

উল্লেখ্য, এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে গত ১২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের পদত্যাগ করেন।

বিজনেস বাংলাদেশ/ডিএস