১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের হিমছড়িতে বিজিবি ও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

সমুদ্র সৈকতঘেঁষা মেরিন ড্রাইভ সড়কের ৩নং ব্রিজ এলাকায় বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার, দুটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফরাজুল হক টুটুল বলেন, ভোরে র‌্যাব ও বিজিবি হিমছড়িতে যৌথ তল্লাশি চৌকি বসায়। সে সময় টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে একটি সাদা প্রাইভেটকার আসছিল।

তল্লাশি চৌকি থেকে সিগন্যাল দেয়া হলেও গাড়িটি দ্রুতগতিতে সামনে চলে যায়। এরপর র‌্যাব-বিজিবিকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। তখন পাল্টা গুলি ছোড়া হলে তাতে দু’জন আহত হয়।

তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরো বলেন, এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনে এক পোটলা ইয়াবা দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায়।

ট্যাগ :
জনপ্রিয়

কঙ্গোতে কোলটান খনি ধসে নিহত অন্তত ২০০

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ১০:০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮

কক্সবাজারের হিমছড়িতে বিজিবি ও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

সমুদ্র সৈকতঘেঁষা মেরিন ড্রাইভ সড়কের ৩নং ব্রিজ এলাকায় বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার, দুটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফরাজুল হক টুটুল বলেন, ভোরে র‌্যাব ও বিজিবি হিমছড়িতে যৌথ তল্লাশি চৌকি বসায়। সে সময় টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে একটি সাদা প্রাইভেটকার আসছিল।

তল্লাশি চৌকি থেকে সিগন্যাল দেয়া হলেও গাড়িটি দ্রুতগতিতে সামনে চলে যায়। এরপর র‌্যাব-বিজিবিকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। তখন পাল্টা গুলি ছোড়া হলে তাতে দু’জন আহত হয়।

তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরো বলেন, এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনে এক পোটলা ইয়াবা দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায়।