কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নইম উদ্দীন সেনটু (৭০) কে তাঁর কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
আজ সোমবার সকাল ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনে দূর্বৃত্তের একাধিক গুলিতে তাঁর মৃত্যু হয়।
নিহত ইউপি সদস্য ফিলিপনগর এলাকার মৃত মতলেব সরকারের ছেলে।
২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চশমা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা গ্রাম পুলিশ সদস্য, নাসির উদ্দীন বলেন ১১ টার দিকে হটাৎ ৩ থেকে ৪ টা গুলির শব্দ শুনতে পেয়ে বাইরে এসে দেখি চেয়ারম্যান তার ঘরের ভিতরে পড়ে আছে।
গুলি গুলো পরিষদের বাইরে থেকে জানালা দিয়ে করা হয়েছে বলে জনান তিনি।
এদিকে তার জামাইতা হাসিবুর রহমান বিজয় ও ছেলের বৌ শামিমা খাতুন বলেন, আমার শশুরের সাথে কারো শত্রুতা নেই।
আমরা গুলির খবর পেয়ে এখানে এসে শুনি সে মারা গেছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছি।
বিজনেস বাংলাদেশ/ডিএস