০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

মানবসেবায় ৪ বছরের অগ্রযাত্রা রিচ ক্লাব কমিউনিটির গৌরবময় উদযাপন

ব্রাদার্স বিজনেসম্যান সার্ভিসেস এর প্রযোজনাই, স্বকীয়, ডিজিট, কথা বিডি, এবং নারগিস আক্তার নিবেদিত রিচ ক্লাব “মিট এন্ড গ্রীট ২০২৪” অনুষ্ঠানটি সংগঠনের ৪র্থ বার্ষিকী উপলক্ষে গত ১৪ অক্টোবর উদযাপিত হয়।

তানজিলা আক্তার এবং সায়েদ আরেফিনের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রুদমিল শারিন শাহ। তাঁর বক্তব্যে তিনি সংগঠনের নবগঠিত ঢাকা ইউনিটের উদ্বোধন ঘোষণা করার পাশাপাশি নতুন বছরের সদ্য যুক্ত সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং সংগঠনের আগামীর পথচলার দিকনির্দেশনা প্রদান করেন। তিনি উল্লেখ করেন যে, গত ৪ বছরে রিচ ক্লাব মানুষের জন্য মানুষের দ্বারা কাজ করে চলেছে এবং এই যাত্রায় যারা পাশে থেকেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

তাছাড়াও উক্ত সভায় আরও বক্তব্য রাখেন অতিথিবৃন্দ, কমিটির সভাপতি আতিয়া সানজিদা, সহ-সভাপতি আব্দুল্লাহ আল ইমরান, সাধারণ-সম্পাদক আনাস, এবং তিনটি ইউনিটের প্রেসিডেন্ট যথাক্রমে সুমাইয়া, নিবির ও প্রসান্ত। রিচ ক্লাবের এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের নতুন, পুরাতন ও বর্তমান সকল সদস্য। আয়োজক কমিটিতে ছিলেন মাহাদি, মিনহাজ, কারিমুল, রোহান, মুনতাসিম, তামিম, সিথি, আশরাফুল, বখতিয়ার, পাপিয়া, সাদমান এবং সায়মা।

প্রতিবছরের ন্যায় এ বছরও সদ্য সমাপ্ত বছরের সেরা সদস্যদের সম্মাননা জানানোর পাশাপাশি কেক কেটে রিচ ক্লাবের ৪র্থ বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শেষে পরিবেশন করা হয় ফারদিন, আপন এবং সৌমিকের মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র জমা

মানবসেবায় ৪ বছরের অগ্রযাত্রা রিচ ক্লাব কমিউনিটির গৌরবময় উদযাপন

প্রকাশিত : ০৩:৪৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

ব্রাদার্স বিজনেসম্যান সার্ভিসেস এর প্রযোজনাই, স্বকীয়, ডিজিট, কথা বিডি, এবং নারগিস আক্তার নিবেদিত রিচ ক্লাব “মিট এন্ড গ্রীট ২০২৪” অনুষ্ঠানটি সংগঠনের ৪র্থ বার্ষিকী উপলক্ষে গত ১৪ অক্টোবর উদযাপিত হয়।

তানজিলা আক্তার এবং সায়েদ আরেফিনের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রুদমিল শারিন শাহ। তাঁর বক্তব্যে তিনি সংগঠনের নবগঠিত ঢাকা ইউনিটের উদ্বোধন ঘোষণা করার পাশাপাশি নতুন বছরের সদ্য যুক্ত সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং সংগঠনের আগামীর পথচলার দিকনির্দেশনা প্রদান করেন। তিনি উল্লেখ করেন যে, গত ৪ বছরে রিচ ক্লাব মানুষের জন্য মানুষের দ্বারা কাজ করে চলেছে এবং এই যাত্রায় যারা পাশে থেকেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

তাছাড়াও উক্ত সভায় আরও বক্তব্য রাখেন অতিথিবৃন্দ, কমিটির সভাপতি আতিয়া সানজিদা, সহ-সভাপতি আব্দুল্লাহ আল ইমরান, সাধারণ-সম্পাদক আনাস, এবং তিনটি ইউনিটের প্রেসিডেন্ট যথাক্রমে সুমাইয়া, নিবির ও প্রসান্ত। রিচ ক্লাবের এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের নতুন, পুরাতন ও বর্তমান সকল সদস্য। আয়োজক কমিটিতে ছিলেন মাহাদি, মিনহাজ, কারিমুল, রোহান, মুনতাসিম, তামিম, সিথি, আশরাফুল, বখতিয়ার, পাপিয়া, সাদমান এবং সায়মা।

প্রতিবছরের ন্যায় এ বছরও সদ্য সমাপ্ত বছরের সেরা সদস্যদের সম্মাননা জানানোর পাশাপাশি কেক কেটে রিচ ক্লাবের ৪র্থ বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শেষে পরিবেশন করা হয় ফারদিন, আপন এবং সৌমিকের মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান।

বিজনেস বাংলাদেশ/ডিএস