কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা আনরেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতা শিশুটির মা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেছেন।
পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত হারবাল চিকিৎসক মো: আলমগীর হোসেনকে (৪৮) আটক করেছে। সে নওগাঁ সদর উপজেলার মৃত মোজাফফর হোসেনের ছেলে।
শুক্রবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে লেদা আনরেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
স্থানীয় একটি সূত্রে জানা গেছে, শুক্রবার দিন লেদা আনরেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের শিশুটিকে ওষুধের জন্য হারবাল চিকিৎসক আলমগীর হোসেনের কাছে পাঠালে তিনি দোকানের পিছনের কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন। উপস্থিত জনতা এক পর্যায়ে অভিযুক্ত ধর্ষক ওই চিকিৎসককে গণপিটুনি দেন।
এ খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল শুক্রবার বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে যায়। সেখান থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা সন্ধ্যায় মামলা করেছেন।
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এসএম আতিকুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আলমগীর হোসেনকে আদালতে পাঠানো হবে। অন্যদিকে, নির্যাতিতা শিশুকে মেডিকেল পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো প্রস্ততি গ্রহণ করা হচ্ছে।




















