০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

গণহারে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না: আইজিপি

গত ৫ই আগস্টের পর অনেক মিথ্যা মামলা হয়েছে। এসব মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। তাই মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘মামলায় নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছেন, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ই আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারি হারে গ্রেপ্তার করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ না। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা যাবে না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।

পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার, যোগ করেন তিনি।

অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলেও উল্লেখ করেন আইজিপি বাহারুল আলম।

বিজনেস বাংলাদেশ/ডিএস

জনপ্রিয়

ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন

গণহারে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না: আইজিপি

প্রকাশিত : ০১:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

গত ৫ই আগস্টের পর অনেক মিথ্যা মামলা হয়েছে। এসব মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। তাই মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘মামলায় নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছেন, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ই আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারি হারে গ্রেপ্তার করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ না। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা যাবে না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।

পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার, যোগ করেন তিনি।

অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলেও উল্লেখ করেন আইজিপি বাহারুল আলম।

বিজনেস বাংলাদেশ/ডিএস