ল’ ফোরাম রাজবাড়ীর উদ্যেগে রাজবাড়ী জেলার অনগ্রসর অঞ্চলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজবাড়ী জেলার আদালত প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
দুইশত বিশটি কম্বল নিয়ে বিতরণের উদ্যোগ নেওয়া হয়। প্রান্তীয় অঞ্চলে শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দিতে কাজ করেন ল’ ফোরামের সদস্যরা।
এর আগে রাজবাড়ী শহরের রেলওয়ে স্টেশনসহ প্রান্তিক অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিশটি কম্বল বিতরণ করা হয়। এ ছাড়াও বিভিন্ন এতিমখানা, দুর্গম চরাঞ্চল ,সরকারি আবাসন প্রকল্পের গুচ্ছ গ্রাম ও বুনো সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
ল’ফোরাম,রাজবাড়ীর প্রধান পৃষ্ঠপোষক খুলনা মেট্রোপলিটনের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মুহাম্মদ আকরাম হোসেনের সার্বিক তত্বাবধানে এ কর্মসূচি পালন করেন ল’ ফোরাম রাজবাড়ীর সকল সদস্যরা। এছাড়াও সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, উপদেষ্টামণ্ডলী ও উপস্থিত অন্যান্য রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন। পাশাপাশি বিজ্ঞ আইনজীবী ও রাজবাড়ী জেলার ডিসি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, ল’ ফোরাম, রাজবাড়ী বিচারক, আইনজীবী এবং রাজবাড়ীস্থ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে আইন শাস্ত্রে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। ল’ ফোরাম, রাজবাড়ী’র মূল লক্ষ্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় অত্র জেলার গরীব অসহায় মানুষদের আইনগত সহায়তা প্রদান এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা।
ডিএস//