টাঙ্গাইলের ধনবাড়ীতে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। মো. ফারুক মিয়া (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে শিশুর বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
পরে সোমবার ইউএনও এ বিষয়ে ধনবাড়ী থানার ওসিকে আইনগত ব্যবস্থা নিতে বলেছেন।
স্থানীয়রা জানান, যদুনাথপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামের দুই সন্তানের পিতা মো. ফারুক মিয়া গত ১৪ জুলাই রাতে পাশের বাড়ির ওই শিশুকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এলে ফারুক মিয়া পালিয়ে যান।
শিশুটির বাবা জানান, তিনি ও তার স্ত্রী ঢাকায় এক গার্মেন্টেসে চাকরি করেন। একারণে বাড়িতে তার বৃদ্ধা মা ও শিশুটি ছাড়া কেউ থাকে না।
তিনি বলেন, ‘এ সুযোগে ফারুক আমার ঘরে ঢুকে আমার মেয়ের সঙ্গে পশুর মতো আচরণ করেছে। আমি এর কঠোর বিচার চাই।’
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধনবাড়ী থানার ওসিকে লিখিতভাবে জানিয়েছি।’
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’





















