০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জ-টঙ্গী-সাভার যুক্ত করে ‘মহানগর সরকার’ গঠনের সুপারিশ

রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা ও পরিষেবার কথা বিবেচনায় নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ‘ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট’ অর্থাৎ ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীসহ অন্য সদস্যরা।

প্রতিবেদনে শতাধিক সুপারিশ করে জনপ্রশাসন সংস্কার কমিশন, যেখানে রাজধানীর পরিসর বৃদ্ধির সুপারিশটিও আছে।  এদিন প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দিয়েছে বিচারবিভাগ সংস্কার কমিশনও।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে যমুনার সামনে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে এ তথ্য।

সংবাদ সম্মেলনে বলা হয়, জনপ্রশাসন সংস্কার প্রতিবেদনে সারাদেশকে চারটি প্রদেশে ভাগ করা, ডিসিদের পদবি পরিবর্তন করার মতো আরও কিছু সুপারিশও করা হয়েছে।

এর আগে গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেয় নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কার কমিশন।

বিজনেস বাংলাদেশ/ডিএস../

জনপ্রিয়

রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জ-টঙ্গী-সাভার যুক্ত করে ‘মহানগর সরকার’ গঠনের সুপারিশ

প্রকাশিত : ০৪:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা ও পরিষেবার কথা বিবেচনায় নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ‘ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট’ অর্থাৎ ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীসহ অন্য সদস্যরা।

প্রতিবেদনে শতাধিক সুপারিশ করে জনপ্রশাসন সংস্কার কমিশন, যেখানে রাজধানীর পরিসর বৃদ্ধির সুপারিশটিও আছে।  এদিন প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দিয়েছে বিচারবিভাগ সংস্কার কমিশনও।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে যমুনার সামনে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে এ তথ্য।

সংবাদ সম্মেলনে বলা হয়, জনপ্রশাসন সংস্কার প্রতিবেদনে সারাদেশকে চারটি প্রদেশে ভাগ করা, ডিসিদের পদবি পরিবর্তন করার মতো আরও কিছু সুপারিশও করা হয়েছে।

এর আগে গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেয় নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কার কমিশন।

বিজনেস বাংলাদেশ/ডিএস../