পাবনা- সুজানগর সড়কের ছেউলি মোড়ে সিএনজি দুর্ঘটনায় রুহুল মোল্লা (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরো তিনজন আহত হন। বুধবার সকালে এই দুরঘটনা ঘটে।
নিহত রুহুল মোল্লা সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের খয়রান গ্রামের মৃত ইনতাজ মোল্লার ছেলে।
আহতরা হলেন- খয়রান গ্রামের ওসমানের ছেলে নিফাজ, উলাট গ্রামের তোফাই ও সিএনজি ড্রাইভার পাবনা সদর উপজেলার বাকছিডাঙ্গি গ্রামে বাড়ি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, সম্ভবত সিএনজি ড্রাইভার ঘুমিয়ে যাওযার কারণে সিএনজি অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পরে।
পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





















