০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

তেল নিয়ে তেলেসমাতি,শবেবরাতের আগে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি

নিত্যপণ্যের বাজারে সব ধরনের ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়লেও সামান্য কমেছে চালের দাম। সরবরাহ বাড়ায় শীতকালীন সবজিতে স্বস্তি রয়েছে। অপরিবর্তিত রয়েছে ডাল, আটা, চিনি ওমসলাপাতির দাম। আগের দামে বিক্রি হচ্ছে মুরগি, মাছ-মাংস। স্থিতিশীল রয়েছে পেঁয়াজ ও আলুর দাম।

এছাড়া সরকারি বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবির তথ্য মতে, দেশের প্রধান খাদ্যপণ্য চালের দাম সামান্য কমেছে। তবে চাল ব্যবসায়ীরা বলছেন, দাম কমেছে খুবই সামান্য যা বাজারে তেমন প্রভাব পড়বে না। দাম নিয়ন্ত্রণ করতে হলে মিলগেট ও পাইকারি বাজারে বিশেষ তদারকি বাড়ানো প্রয়োজন।এদিকে, বাজারে ভোজ্যতেলের সংকট আরও বেড়ে যাওয়ায় দাম বাড়ছে। বেশিরভাগ মুদিপণ্যের দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না।

এমনকি পামঅয়েল ও রাইস ব্র্যান, সূর্যমুখী ও সরিষা তেলের দাম বেড়ে যাচ্ছে। শবেবরাতের আগে ভোজ্যতেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট গোষ্ঠী। এসব সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে বাজার থেকে পুরোপুরি উধাও হয়ে যেতে পারে ভোজ্যতেল। কারণ, রোজায় অতিরিক্ত তেলের প্রয়োজন হবে দেশে।

টিসিবির তথ্য মতে, সয়াবিন তেল প্রতিলিটার ১৮০-১৮২, সয়াবিন তেল পাঁচ লিটার ৮৫০-৮৫২, সয়াবিন তেল দ্ইু লিটার ৩৪৮-৩৫০, সয়াবিন তেল এক লিটার ১৭৫-১৭৬, পামঅয়েল প্রতিলিটার ১৫০-১৫৫, সুপার পামঅয়েল ১৫৮-১৬০, রাইস ব্র্যান তেল পাঁচ লিটার ১০৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, প্রতিটি পাঁচ লিটারের ক্যান কিনতে ৮৯০-৯০০ টাকা পর্যন্ত ভোক্তাকে গুনতে হচ্ছে। তবে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না থাকায় এই দাম দিয়েও অনেকে তেল কিনতে পারছে না।

ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

অস্ত্রসহ বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি গ্রেফতার

তেল নিয়ে তেলেসমাতি,শবেবরাতের আগে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি

প্রকাশিত : ০৪:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

নিত্যপণ্যের বাজারে সব ধরনের ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়লেও সামান্য কমেছে চালের দাম। সরবরাহ বাড়ায় শীতকালীন সবজিতে স্বস্তি রয়েছে। অপরিবর্তিত রয়েছে ডাল, আটা, চিনি ওমসলাপাতির দাম। আগের দামে বিক্রি হচ্ছে মুরগি, মাছ-মাংস। স্থিতিশীল রয়েছে পেঁয়াজ ও আলুর দাম।

এছাড়া সরকারি বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবির তথ্য মতে, দেশের প্রধান খাদ্যপণ্য চালের দাম সামান্য কমেছে। তবে চাল ব্যবসায়ীরা বলছেন, দাম কমেছে খুবই সামান্য যা বাজারে তেমন প্রভাব পড়বে না। দাম নিয়ন্ত্রণ করতে হলে মিলগেট ও পাইকারি বাজারে বিশেষ তদারকি বাড়ানো প্রয়োজন।এদিকে, বাজারে ভোজ্যতেলের সংকট আরও বেড়ে যাওয়ায় দাম বাড়ছে। বেশিরভাগ মুদিপণ্যের দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না।

এমনকি পামঅয়েল ও রাইস ব্র্যান, সূর্যমুখী ও সরিষা তেলের দাম বেড়ে যাচ্ছে। শবেবরাতের আগে ভোজ্যতেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট গোষ্ঠী। এসব সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে বাজার থেকে পুরোপুরি উধাও হয়ে যেতে পারে ভোজ্যতেল। কারণ, রোজায় অতিরিক্ত তেলের প্রয়োজন হবে দেশে।

টিসিবির তথ্য মতে, সয়াবিন তেল প্রতিলিটার ১৮০-১৮২, সয়াবিন তেল পাঁচ লিটার ৮৫০-৮৫২, সয়াবিন তেল দ্ইু লিটার ৩৪৮-৩৫০, সয়াবিন তেল এক লিটার ১৭৫-১৭৬, পামঅয়েল প্রতিলিটার ১৫০-১৫৫, সুপার পামঅয়েল ১৫৮-১৬০, রাইস ব্র্যান তেল পাঁচ লিটার ১০৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, প্রতিটি পাঁচ লিটারের ক্যান কিনতে ৮৯০-৯০০ টাকা পর্যন্ত ভোক্তাকে গুনতে হচ্ছে। তবে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না থাকায় এই দাম দিয়েও অনেকে তেল কিনতে পারছে না।

ডিএস