সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বর্তমানে নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন। খুন,গুম, নির্যাতনের বিরুদ্ধে গনতন্ত্র পূনরুদ্ধার করার জন্য গত ১৫ বছর আন্দোলন করেছি। বেগম জিয়া, তারেক রহমানসহ ওয়ার্ডের কর্মীদেরকেও হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমি নিজেও বিভিন্ন মেয়াদে ৫ বছর কারাবরণ করেছি। জুলাই আন্দোলনে দের হাজারেরও বেশি ছাত্র নিহত হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। আ’লীগের সন্ত্রাসী বাহিনী দাউদকান্দির রিফাত ও বাবুকেও হত্যা করেছে।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, যে কারণে আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সে কারণগুলো অন্তর্বর্তী সরকারকে সমাধান করতে হবে। যারা অন্যায় করেছে তাদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি। আজকে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। যারা পতিত ফ্যাসিবাদ ছিলো তারা পালিয়ে থেকেও দেশে বিশৃঙ্খলা সৃস্টি করতে চায়। ফ্যাসিস্টরা যেখান থেকেই ষড়যন্ত্র করুক না কেন আমরা জাতীয়তাবাদী দল দেশের মানুষকে নিয়ে এর প্রতিরোধ করবো।
দেশে গণহত্যাকারী, খুনি ফ্যাসিস্ট এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার দাবিতে দাউদকান্দি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা ক্ষমতায় এলে কিভাবে দেশ পরিচালনা করবো, সেটা দেড় বছর আগে প্রচার করছি। যে কোন সময় নির্বাচনের দিন তারিখ ঘোষনা করা হোক ৩০০ আসন নিয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবে। এদেশের জনগন এখন বিএনপিকে জনপ্রিয় দল মনে করে। আ’লীগ নিজেরা নিজেদেরকে হত্যা করেছে। শেখ মুজিবকেও দ্বিতীয়বার তারা হত্যা করেছে শত শত কোটি টাকায় রাস্তাঘাটে ছবি ম্যূরাল বানিয়ে যা এদেশের ছাত্র জনতা গুড়িয়ে দিয়েছে। এই শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে। তার সাথে থাকা লুটপাট কারীদের একাংশ বিভিন্নভাবে পালিয়েছে। আমরা এই সরকারকে বলতে চাই তাদের বিরুদ্ধে জরুরী ব্যবস্থা নেয়া হোক। না হলে তারা দেশে ষড়যন্ত্রমূলক কাজ করেই যাবে। আমরা তত্বাবধায়ক সরকারে সাথে কথা বলেছি আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সহযোগিতা করবো।
সভায় পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি, দাউদকান্দি উপজেলা যুবদল, দাউদকান্দি উপজেলা ছাত্রদল , দাউদকান্দি উপজেলা মহিলা দল,পৌর মহিলা দল সেচ্ছাসেবক দল,কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল এবং সেচ্ছাসেবকদল ও তিতাস উপজেলার যুবদল,সেচ্ছাসেবক দল ,জাসাস,মুক্তিযোদ্ধা প্রজম্মদল ,ঢাকাস্থ জাতীয়তাবাদী যুবফোরামসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা ।