ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোঃ নাছির উল্লাহ ভূইয়া নামে এক আওয়ামী লীগ নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মোঃ নাছির উল্লাহ ভূইয়া (৫৬) উত্তর মিনারকোট গ্রামের মৃত হাসমত আলী ভুঁইয়ার ছেলে এবং আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ ছমিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কসবা-আখাউড়া সড়কের মোগড়া উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে নাছির উল্লাহ ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯০০ পিস উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।এ ছাড়াও তিনি আখাউড়া থানার একটি বিস্ফোরক আইনে করা মামলার তদন্তপ্রাপ্ত আসামি। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ডিএস../