ময়মনসিংহে নটর ডেম কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি সকালে কলেজ প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার থাদেউস হেম্রম, সিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম। এসময় জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম বলেন, সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা একদিকে যেমন মানসিকতার বিকাশ ঘটায় ঠিক তেমনি সুস্থ সবল শারীরিক গঠন নিশ্চিত করে।
এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশু কিশোরদের চিত্ত বিনোদনের সুযোগ করে দেয়া যায়, পাশাপাশি তাদের মেধা বিকাশের সর্বোচ্চ সুযোগ ঘটে। এ দিনটি সকলের জন্য আনন্দ ও স্মরণীয় হোক এ প্রত্যাশা করি। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এছাড়াও আকর্ষণীয় লটারির আয়োজন করে আয়োজক বৃন্দ এবং প্রথম পুরস্কার হিসেবে সাইকেল দেয়া হয়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সরকারি কলেজের অধ্যক্ষ জাকির হোসেনসহ অন্যান্য কলেজের শিক্ষক ও অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ প্রমুখ।
ডিএস../