কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবদুল মমিনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আবদুল মমিন উপজেলার উজিরপুর ইউনিয়নের শুয়ারখিল গ্রামের সুন্দর জাবেদ আলীর ছেলে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই শেখ আবদুস সবুর জানান, ২০০১ সালের ৮ জুন শুয়ারখিল গ্রামে আবদুল মমিন তার বন্ধু একই গ্রামের জামাই মনু মিয়াকে হত্যা করে। মুন মিয়ার বাড়ি চৌদ্দগ্রাম পৌরসভার কালিরবাজার এলাকায়। এ ঘটনায় মনু মিয়ার বোনের জামাই বেলঘর গ্রামের জসিম উদ্দিন বাদী হয়ে মমিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
আদালত মমিনের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা দিলে দীর্ঘদিন সে পলাতক থাকে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শুয়ারখিল গ্রামে বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।






















