চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তেলের ডিপোতে ট্যাংকের বর্জ্য পরিষ্কারের সময় এক শ্রমিক নিহত হয়েছে। এতে আরও তিনজন আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৮টার সময় উপজেলার সলিমপুর ইউনিয়নের জলিল গেইট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আহতরা হলেন- মোহাম্মদ আরিফ (২৯), মোস্তফা কামাল (৩৫) ও পেয়ারু হাসান (৩৮) ও মীর আহমদ (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ফৌজদারহাট এলাকায় অবস্থিত মোঃ জামাল কোম্পানীর কালো তেলের ডিপোতে ট্যাংকের বর্জ্য পরিষ্কারের সময় হঠাৎ এক শ্রমিক পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিন শ্রমিক তেলের ডিপোতে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সৈয়দ আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আলাউদ্দিন বলেন, রাত ৯টায় কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার পিপুল চাকমা দগ্ধ অবস্থায় ৪ শ্রমিকে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ডিএস,.