১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

ভারতের উত্তরাঞ্চলে বন্যা-ভূমিধসে নিহত ৩৪

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে গত চার দিন ধরে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) স্থানীয় মিডিয়া ও কর্তৃপক্ষ জানিয়েছে, গত চারদিনের প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসে এই প্রাণহানীর ঘটনা ঘটেছে। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স ও ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।

সোমবার কর্তৃপক্ষ ও স্থানীয় মিডিয়া এ তথ্য নিশ্চিত করেছে। আবহাওয়া দপ্তর আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, হিমালয়ের সিকিম রাজ্যে আটকে পড়া এক হাজারেরও বেশি পর্যটককে সোমবার (২ জুন) উদ্ধার করা হচ্ছে। এছাড়া মেঘালয় রাজ্যে সেনাবাহিনীর উদ্ধারকারী দলগুলো বন্যাকবলিত এলাকা থেকে ৫০০ এরও বেশি মানুষকে উদ্ধার করতে তৎপর রয়েছে।

সংবাদ সংস্থা এএনআই-এর ভিডিওতে দেখা যায়, আসামের শিলচর শহরের রাস্তা ও বাড়িঘর ডুবে গেছে এবং রাস্তাগুলোতে পড়ে থাকা গাছের ডালপালা ছড়িয়ে রয়েছে।

শিলচরের এক বাসিন্দা সোনু দেবী বলেন, ‘আমরা অনেক সমস্যার মুখোমুখি হচ্ছি। আমার একটি শিশু আছে, তার বিছানা পানিতে ডুবে গেছে। এমন পরিস্থিতিতে আমরা কী করব? আমরা রাত জেগে থাকি।’

ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

ভারতের উত্তরাঞ্চলে বন্যা-ভূমিধসে নিহত ৩৪

প্রকাশিত : ১১:২২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে গত চার দিন ধরে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) স্থানীয় মিডিয়া ও কর্তৃপক্ষ জানিয়েছে, গত চারদিনের প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসে এই প্রাণহানীর ঘটনা ঘটেছে। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স ও ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।

সোমবার কর্তৃপক্ষ ও স্থানীয় মিডিয়া এ তথ্য নিশ্চিত করেছে। আবহাওয়া দপ্তর আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, হিমালয়ের সিকিম রাজ্যে আটকে পড়া এক হাজারেরও বেশি পর্যটককে সোমবার (২ জুন) উদ্ধার করা হচ্ছে। এছাড়া মেঘালয় রাজ্যে সেনাবাহিনীর উদ্ধারকারী দলগুলো বন্যাকবলিত এলাকা থেকে ৫০০ এরও বেশি মানুষকে উদ্ধার করতে তৎপর রয়েছে।

সংবাদ সংস্থা এএনআই-এর ভিডিওতে দেখা যায়, আসামের শিলচর শহরের রাস্তা ও বাড়িঘর ডুবে গেছে এবং রাস্তাগুলোতে পড়ে থাকা গাছের ডালপালা ছড়িয়ে রয়েছে।

শিলচরের এক বাসিন্দা সোনু দেবী বলেন, ‘আমরা অনেক সমস্যার মুখোমুখি হচ্ছি। আমার একটি শিশু আছে, তার বিছানা পানিতে ডুবে গেছে। এমন পরিস্থিতিতে আমরা কী করব? আমরা রাত জেগে থাকি।’

ডিএস