বগুড়ার শাখারিয়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এছাড়া আরেকটি অভিযানে ২৬টি দেশীয় অস্ত্র, একটি ককটেল ও ছিনতাইকৃত ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) দিবাগত ভোররাতে সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ।ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চালিতাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আসিফ ও শাওন নামের কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়। এর আগে ২৩ জুন ওই এলাকায় আরেকটি অভিযান চালিয়ে পাঁচটি দেশীয় অস্ত্র ও একটি ককটেল উদ্ধার করা হয়েছিল।
ক্যাম্প সূত্র আরও জানায়, গ্রেপ্তার হওয়া দুজনকে এবং উদ্ধার করা অস্ত্র ও মোবাইল ফোনগুলো সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট ফাহাদ জানান, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেয়া হবে না।
রি/সা