চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) আদায়ের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
বুধবার (২৫ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চাকসু আদায় আন্দোলন ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীদের ‘ জেগেছে রে জেগেছে, চবিয়ানরা জেগেছে ‘, ‘ উই ওয়ান্ট চাকসু, চাকসু চাকসু ‘, ‘ চাকসু আামার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার ‘, ‘ ম্যাঙ্গোবার না চাকসু, চাকসু চাকসু ‘ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিনা বলেন, “চাকসু নির্বাচন নিয়ে প্রশাসন বারবার টালবাহানা করছে। অথচ সাধারণ শিক্ষার্থীদের জন্য চাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা, সুযোগ-সুবিধা এবং অন্যান্য মৌলিক অধিকার আদায়ের জন্য একটি বৈধ ছাত্র প্রতিনিধিত্ব প্রয়োজন, যারা প্রশাসনকে নিয়মিত চাপে রাখবে এবং আমাদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে ভূমিকা রাখবে। তাই আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই—অনতিবিলম্বে চাকসু নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের জন্য বৈধ ছাত্র প্রতিনিধির ব্যবস্থা করুন।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের শিক্ষার্থী কেফায়েত উল্লাহ বলেন, “চাকসু নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশাসন প্রতারণামূলক আচরণ করে আসছে। আমরা যখনই চাকসু নির্বাচনের দাবি জানিয়েছি, তখনই তারা বিভিন্ন প্রশাসনিক ব্যস্ততা ও অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে গেছে। অথচ, চাকসু নির্বাচন কোনো আবদার নয়, এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। এ অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। আমরা আর কোনো আশ্বাস বা টালবাহানা শুনতে চাই না—আমরা অনতিবিলম্বে চাকসু নির্বাচন চাই।”
ডিএস./





















