১০:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

নিখোঁজ জবি ছাত্রের মরদেহ মিললো বুড়িগঙ্গায়

নিখোঁজের একদিন পর বুড়িগঙ্গায় নদী থেকে আরিফুল ইসলাম (২২) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সদরঘাট টার্মিনাল বরাবর বুড়িগঙ্গার মাঝ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরিফুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার রায়পুরের মাইনুদ্দিনের ছেলে। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থবর্ষের ছাত্র ছিরেন।

পরিবার সূত্রে জানা যায়, আরিফ প্রতিদিন কেরানীগঞ্জ থেকে নদী পার হয়ে জবিতে ক্লাস করতে যেতেন। সোমবার (৩০ জুলাই) তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মঙ্গলবার সন্ধ্যায় নদীতে এক যুবকের মরদেহ ভেসে উঠলে আরিফের বড় ভাই মো. রাশেদ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ শনাক্ত করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন (তদন্ত) বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

নিখোঁজ জবি ছাত্রের মরদেহ মিললো বুড়িগঙ্গায়

প্রকাশিত : ০৮:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮

নিখোঁজের একদিন পর বুড়িগঙ্গায় নদী থেকে আরিফুল ইসলাম (২২) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সদরঘাট টার্মিনাল বরাবর বুড়িগঙ্গার মাঝ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরিফুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার রায়পুরের মাইনুদ্দিনের ছেলে। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থবর্ষের ছাত্র ছিরেন।

পরিবার সূত্রে জানা যায়, আরিফ প্রতিদিন কেরানীগঞ্জ থেকে নদী পার হয়ে জবিতে ক্লাস করতে যেতেন। সোমবার (৩০ জুলাই) তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মঙ্গলবার সন্ধ্যায় নদীতে এক যুবকের মরদেহ ভেসে উঠলে আরিফের বড় ভাই মো. রাশেদ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ শনাক্ত করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন (তদন্ত) বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।