বাজিতপুর উপজেলার সাদিরচর গ্রামে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে সাদ্দাম হোসেন (২৫) ধারালো বটি দিয়ে তার মা রেহানা বেগমকে (৫৭) গলাকেটে হত্যা করেন। রেহেনা বেগম অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নূরুল ইসলামের স্ত্রী। পরে স্থানীয় লোকজন রক্তমাখা বটিসহ সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন নেশাগ্রস্ত ছিলেন। ঘটনার সময় মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাত-পা বেঁধে তাকে বটি দিয়ে গলা কাটে।
বাজিতপুর থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, জিজ্ঞাসাবাদের জবাবে ঘাতক সাদ্দাম এখনো পর্যন্ত কোনো কিছু বলছে না। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সাদ্দামের বাবা বাদী হয়ে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।






















