বহুল প্রতীক্ষিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি উচ্চ বিদ্যালয় মাঠে ২৫ আগস্ট (সোমবার) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।প্রথমবারের মতো আয়োজিত এই সিজন–০১ এর ফাইনালকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন কালির বাজার ফুটবল একাডেমি বনাম বাদুয়াপাড়া ফ্রেন্ডস ক্লাব।ভাদুয়াপাড়া ফ্রেন্ডস ক্লাব ১-০ গোলে কালিবাজার ফুটবল একাডেমিকে পরাজিত করে।ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার গ্রহণ করেন এম শামীম।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন জনাব উদবাতুল বারী আবু, সভাপতি, কুমিল্লা মহানগর বিএনপি,প্রধান মেহমান ভিপি আশিকুর রহমান, সদস্য সচিব, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।উদ্বোধক হাজী জসীম উদ্দিন, সাবেক সদস্য সচিব, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।আয়োজনে ময়নামতি স্পোর্টিং ক্লাব।
মাঠে উৎসবের আমেজ, ফাইনালকে ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সমর্থকরা দলকে উৎসাহ দিতে ব্যানার, পোস্টার, পতাকা ও ঢাক-ঢোল নিয়ে মাঠে এসেছেন। আয়োজকরা জানিয়েছেন, ফাইনালের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে উৎসবমুখর পরিবেশ ও শৃঙ্খলা বজায় রক্ষার্থে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা কাজ করেছেন ।






















