কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র মাদকসহ হানিফ মিয়া ওরফে (আনু মিয়া) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে নগরীর কাটাবিল এলাকা থেকে তাকে আটক করেছে। আটক হানিফ মিয়া কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকার বাসিন্দা।
জানা যায়, তার কাছ থেকে অভিযান চালিয়ে তার কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি চাপাতি ও একটি সিজারসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ১ হাজার ৮৯৭ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা এবং ১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সেনা অভিযানের পর আটক হানিফ মিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডিএস./






















