মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দীলিপ কুমার পাল (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন অফিসের সামনে সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মৌলভীবাজার থেকে জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাল তার বাবা দীলিপ কুমার পালকে নিয়ে প্রাইভেটকারে শ্রীমঙ্গলে আসছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় গাড়ির এয়ারব্যাগ খুলে গেলেও গুরুতর আহত হন দীলিপ কুমার পাল।
পরে ছেলে রাজিব পাল তাকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শারমীন আক্তার বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিহতের লাশ হাসপাতালেই রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
ডিএস./






















