স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাহাদাত হোসেন কবিরের ছোট ভাই সবার প্রিয়মুখ প্রয়াত তরুণ কবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ার হোসেন সাব্বিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দুই সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ তাদের মাঝে ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকাল ১১ টার দিকে প্রয়াত সাব্বিরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বড়চারা গ্রামে আব্দুল্লাহ্পুর বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় শাহরিয়ার হোসেন সাব্বির ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পিং আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।
এসময় প্রয়াত শাহরিয়ার হোসেন সাব্বিরের বড় ভাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাহাদাত হোসেন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলার সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, প্রয়াত শাহরিয়ার হোসেন সাব্বিরের বাবা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম আবিরাজ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আওয়াল, আব্দুল্লাহপুর বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পিং-এ অর্থোপেডিক্স, মেডিসিন, শিশু রোগ, গাইনী ও স্ত্রী রোগের চিকিৎসা সেবা প্রদান করেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (ফিজিক্যাল মেডিসিন) ডা. মুহাম্মদ আজিজুর রহমান, সহকারী অধ্যাপক ডা. খাদেমুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, নরসিংদী সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউসার সুমন, রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে.এন.এম জাহাঙ্গীর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মহিউদ্দিন শরীফ, জাতীয় কিডনি হাসপাতালের কনসালটেন্ট (ইউরোলজি) ডা. মো. জিয়া উদ্দিন, নরসিংদী সদর হাসপাতালের অর্থোপেডিক্স কনসালটেন্ট ডা. গাজী শিবির প্রীতম সহ ডা. অসিম পাল (অর্থোপেডিক্স), ডা. মো. নাসিম আল ইসলাম (অর্থোপেডিক্স), ডা. রিপন দেবনাথ (অর্থোপেডিক্স), ডা. মুক্তাদির (মেডিসিন), ডা. লিটন দেবনাথ (চর্ম ও যৌন), ডা. তাসনিম (চর্ম ও যৌন), ডা. মাহমুদা খানম (গাইনী বিশেষজ্ঞ), ডা. ফাহমিদা আক্তার (গাইনী বিশেষজ্ঞ),ডা. মো. তৌহিদুল আলম (শিশু), ডা. তৃষ্ণা জাফরিন (শিশু), ডা. কুতুবউদ্দিন রানা ও ডা. জানেসার রাহাত ফয়সল সহ ২৫জন চিকিৎসক।
যাকে ঘিরে এতো বড় মহৎ উদ্যোগ শাহরিয়ার সাব্বিরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি ছোট ভাইয়ের প্রতি স্নেহ ও ভালোবাসার টানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শাহাদাত হোসেন কবিরের এই মহতি উদ্যোগকে স্বাগত জানান এলাকাবাসী।






















