ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে সবুজ উৎসব করার লক্ষে। শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে দেশপ্রেমে জাগ্রত ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেছে। লাল সবুজ উন্নয়ন সংঘ এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২ সেপ্টম্বর) জেলা সদরের পৌর এলাকার কোকিল টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। সংগঠনের সদস্যদের এক দিনের টিফিনের জমানো টাকায় গাছের চারা কিনে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম ফুরকান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মমিনুল হক রুবেল, আশুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ সুজন, দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সদস্য মোঃ আব্দুল্লাহ্, সোলেয়মান সিয়াম প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনটির সব সদস্যই শিক্ষার্থী। তারা সারাদেশে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে গাছের চারা বিতরণ করছে। এবছর তাদের লক্ষ্য ৫০ হাজার গাছের চারা বিতরণ। শিক্ষার্থীদের গাছের চারা হাতে নিয়ে মাদক ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার বার্তা দেন সংগঠনের সদস্যরা। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী গাছের চারা হাতে নিয়ে সবুজ উৎসবে মেতে উঠেন।
ডিএস./.






















