বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা ও অঙ্গ-সংগঠনগুলো। সোমবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এ উৎসব পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালেই শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার, বিকেলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।বাদ্যযন্ত্র ও সঙ্গীতের তালে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালিতে বিএনপি’র জেলা, উপজেলা, পৌর শাখার পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল, তাঁতী দল, মহিলা দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, জাসাস, জিয়া পরিষদ, শহীদ জিয়া স্মৃতি সংসদ ও জিয়া মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট সংগীতশিল্পী বেবী নাজনীন।
সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম, সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, কৃষকদলের কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ পারভীন আক্তার, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুগ্ম সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এমএ পারভেজ লিটন, মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবু সরকার, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি রেজাউল করিম লোকমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাহীন হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক ওসমান গনি, জেলা ছাত্রদল সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, জেলা যুবদল আহ্বায়ক তারিক আজিজ, কৃষকদল সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন, তাঁতীদলের সদস্য সচিব জুয়েল বাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।






















