সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) শাহজাদপুর উপজেলা বিএনপি’র আয়োজনে সকালে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ইকবার হোসেন হিরু’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিত, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সাবেক সহ সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আহবায়ন জানান।
ডিএস./






















