টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যানে সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
আলোচনা সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ প্রমুখ।
এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌরউদ্যান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ স্মৃতি পৌরউদ্যানে গিয়ে শেষ হয়।
ডিএস./






















