ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (০৩সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলমের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে র্যালি শেষ হয়।
এছাড়া দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাতের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান সহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
ডিএস./






















