চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের পর বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) এস আই রুপন আসামিদের গ্রেপ্তার ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. ইমরান হোসেন (৩৫), হাসান (২২), রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) এবং মো. দিদারুল আলম (৪৬)।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুপান জানান, গতকাল রাত ১০টা থেকে ১২টার মধ্যে বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে এবং পুলিশের একটি টিম এখনো মাঠে কাজ করছে।
প্রসঙ্গত, গত শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেটে এক শিক্ষার্থীকে ভাড়া বাসার দারোয়ানের চড় মারার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এ ঘটনার পর গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) আবদুর রহিম বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন। মামলায় ৯৮ জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এবং আরও প্রায় এক হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ডিএস./






















