নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ৬ টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক মধ্যপাড়া ফরিদের ৩তলা বাড়ির নিচ তলা রুমে এই গ্যাসের সিলিন্ডার লিকেজ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন: মানব চৌধুরী (৫০), তার স্ত্রী বাচা চৌধুরী (৪০), মেয়ে মুন্নি (১৪), তন্নী (১৪) ও মৌয়ুরী (৬)।
জানা যায়, উপজেলার কাঁচপুর বিসিক শিল্প নগরীর পাশেট একটি বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন ওই পরিবারটি। সকাল ৬ টার দিকে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিষ্ফরণ হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আগুন নিভিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, তাদের ৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। দগ্ধদের মধ্যে মানব চৌধুরীর ৭০শতাংশ পুড়েছে। বাচা চৌধুরীর ৪৫ শতাংশ ও অন্যান্যদের ৩৬ ও ২৮ ২২ শতাংশ পুড়ছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা তাদের প্রতিবেশী সবিনয় চন্দ্র দাস জানান, সকাল বিকট শব্দে তাদের ঘুম ভাঙে। এক পর্যায়ে ওই পরিবারের কান্নার শব্দ শুনে এগিয়ে যায়, পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কাঁচপুর ব্রীজ মডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা আমাদের কন্টোল থেকে জানতে পারি কাঁচপুর মধ্যা পাড়া আগুন লেগেছে। পরে ঘটনা স্থানে এসে শুনতে পায় গ্যাসের সিলিন্ডার লিকেজের একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের চিকিৎসা দেওয়ার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আমরা তদন্ত করে দেখবো কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, গ্যাসের লিকেজ থেকে আগুনে দগ্ধের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে খোঁজ নেওয়া হচ্ছে।
ডিএস.






















