সিরাজগঞ্জের শাহজাদপুরে তালগাছি করতোয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জামাল উদ্দিন,রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জেড.কে.এম আব্দুল মোনয়েম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তালগাছি করতোয়া ডিগ্রি কলেজের হল রুমে কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুর রশীদের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি মোঃ মমতাজ আলি।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সিনিঃ সহ-সভাপতি ও গভর্নিং বডির দাতা সদস্য মোঃ আব্দুল জব্বার,গভর্নিং বডির হিতুইসি আবছার আলি,গভর্নিং বডির বিদ্যুৎসাহী আব্দুল্লাহ আল মাহমুদ ও জাহাঙ্গীর হোসেন তোতা প্রমুখ।
অবসরপ্রাপ্ত শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ জামাল উদ্দিন ১৯৯২ সালে অত্র কলেজে ইংরেজি বিভাগ পদে চাকুরীতে যোগদান করেন এবং ২০২৫ সালের ২৪ আগষ্ট চাকুরীর বিধিমোতাবেক অবসরে যান। তিনি দীর্ঘ ৩৩ বছর ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান দিয়েছেন।অবসরপ্রাপ্ত শিক্ষক সহকারী অধ্যাপক জেড.কে.এম আব্দুল মোনয়েম ১৯৯৪ সালে অত্র কলেজে রসায়ন বিভাগ পদে চাকুরীতে যোগদান করেন এবং ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর বিধিমোতাবেক অবসরে যান।তিনি দীর্ঘ ৩১ বছর রসায়ন বিভাগে শিক্ষার্থীদের পাঠদান দিয়েছেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও পুরুস্কার প্রধান করেন অতিথি বৃন্দ।
ডিএস//






















