দক্ষিণ চট্টগ্রামের ব্যবসায়িক প্রাণকেন্দ্র সাতকানিয়ার কেরানীহাটের মহাসড়ক ও কেরানীহাট-বান্দরবান সড়কের রাস্তার দুপাশে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা অকেজো ট্রাক এবং ডাম্পার গুলো সরানোর নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।মহাসড়কের দু’পাশে দখল করে দীর্ঘদিন ধরে ফেলে রাখা অকেজো ট্রাক ও ডাম্পারের কারণে যানজট, দুর্ঘটনার ঝুঁকি আর নানামুখী ভোগান্তিতে জর্জরিত স্থানীয় মানুষ।
(৭ সেপ্টেম্বর) রবিবার দুপুরে মহাসড়কের বিভিন্ন স্থানে অকেজো গাড়ি ফেলে রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযানে গাড়িগুলোর সামনে একের পর এক নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। নোটিশে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয় — ১১ সেপ্টেম্বরের মধ্যে গাড়ি সরাতে হবে। না সরালে গাড়ি ক্রোক করা হবে, নেওয়া হবে আইনি ব্যবস্থা।
স্থানীয়দের অভিযোগ, এ গাড়িগুলো রাখার কারণে রাস্তার দুই পাশে জায়গা অনেক টা অকেজো গাড়ির দখলে থাকে। মহাসড়কের কেরানীহাট এলাকায় প্রায় দুই কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। এছাড়া দুর্ঘটনার ঝুঁকিও প্রতিনিয়ত বাড়ছে। ট্রাকগুলো সরানো ছাড়াও রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থেকে যানজট সৃষ্টি করা সিএনজি অটোরিকশা সহ অন্যান্য গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অনেকদিন ধরে দেখা যাচ্ছে গাড়ি ফেলে রাখা হয়েছে। বারবার বলার পরও কোনো সাড়া মেলেনি। তাই বাধ্য হয়ে নোটিশ টাঙাতে হলো। ১১ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া হলো ,না সরালে গাড়ি ক্রোক করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডিএস./






















