কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) বহাল রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করায় মেঘনা উপজেলা বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ উৎসব করেছেন।
রোববার ৭ সেপ্টেম্বর মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান এর বড়কান্দা ইউনিয়নে তার নিজ বাড়িতে সারাদিন – ব্যাপি এ আনন্দ উৎসব অনুষ্ঠিত হয় ।
এ আনন্দ উৎসব অনুষ্ঠানে মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্ব করেন । সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তরুনদের আইকন ড. খন্দকার মোশাররফ হোসেন এর ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অনুষ্ঠানের আয়োজক মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, সাবেক ভাইরাস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক দিলারা শিরিন, মানিকারচর ইউপি সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভূইয়া, যুগ্ম আহবায়ক আবু ইউসুব নয়ন, যুগ্ম আহবায়ক সলিমুল্লাহ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শহীদুল ইসলাম মাস্টার, এড. হাবিবুর রহমান, কুমিল্লা উত্তর সেচ্ছাসেবক নেতা আবু তালেবসহ মেঘনা উপজেলার প্রায় পাঁচ হাজার বিএনপি নেতাকর্মী ।
অনুষ্ঠানে আগত সকল নেতাকর্মী প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার লোকদের জন্য ছিল আনলিমিটেড দুপুরের খাবার ।
এ দিকে মেঘনা উপজেলাকে দাউদকান্দির সঙ্গে অন্তর্ভুক্ত করে কুমিল্লা-১ নির্বাচনী আসন চূড়ান্ত গেজেট প্রকাশ পাওয়ায় মেঘনা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক সোলায়মান আয়োজনে সমগ্র মেঘনা উপজেলায় মোটর শোভাযাত্রা এবং আনন্দ র্যালি অনুষ্ঠিত হয় ।






















