সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী মশিপুর উত্তর পাড়া ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার মশিপুর উত্তর পাড়া মিতালী সংসদের আয়োজনে মশিপুর উত্তর পাড়া ফুটবল খেলার মাঠ প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মশিপুর গ্রাম্য প্রধান আলহাজ্ব আব্দুল কুদ্দুস।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মশিপুর গ্রাম্য প্রধান আলহাজ্ব মোঃ আব্দুল জলিল,বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সহ-সেক্রেটারী আলহাজ্ব মাওঃ মোঃ নজরুল ইসলাম,গাঁড়াদহ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও মিতালী সংসদ ক্লাবের সভাপতি আব্দুল মতিন,গ্রাম্য প্রধান বরকত প্রাং,গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ,আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি রফিকুল ইসলাম,মশিপুর ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাহেব আলি,মশিপুর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ ইলিয়াস,কবি ও সাহিত্যিক হোসেন শহীদ সরোয়ারদীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন,ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিটি গ্রামে সংঘর্ষ হয়।মশিপুর গ্রামে একটি ঐতিহ্য আছে।সেটি যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।প্রয়োজন হলে একশত বিশিষ্ট কমিটি করে সুষ্ঠু সুন্দর পরিবেশে খেলা শেষ করতে হবে।
ডিএস./





















