০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

লক্ষ্মীপুরে জনবান্ধব পুলিশ সুপারের স্বচ্ছতায় নিয়োগ পেলো ২৪ জন কনস্টেবল

১২০ টাকার ভর্তি ফি দিয়ে লক্ষ্মীপুর জেলায় ২৪ জন পুলিশ কনস্টেবল নিয়োগ পেয়েছেন সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে। এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করেন লক্ষ্মীপুরের সুযোগ্য পুলিশ সুপার মো. আকতার হোসেন,তিনি স্বচ্ছতা, ও মানবিক নেতৃত্বের জন্য ইতোমধ্যেই জেলার জনগণের আস্থা অর্জন করেছেন।

১০ সেপ্টেম্বর, সকাল ১১টায় লক্ষ্মীপুর পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে নিয়োগের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার সময় উপস্থিত প্রার্থীদের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় এবং এক মানবিক উদাহরণ স্থাপন করা হয়।

এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯১০ জন আবেদন করেন। মাঠ পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৭৪ জন, যেখানে ২২২ জন প্রাথমিকভাবে কৃতকার্য হন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১২১ জন, এতে উত্তীর্ণ হন ৪৭ জন। সর্বশেষ মৌখিক ও অন্যান্য যাচাই-বাছাই শেষে ২৪ জন প্রার্থী চূড়ান্তভাবে কনস্টেবল পদে নিয়োগ লাভ করেন।

লক্ষ্মীপুর পুলিশ সুপার আকতার হোসেন ফলাফল ঘোষণা করেন,এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁদ পুর অতিরিক্ত পুলিশ সুপার, ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, লক্ষ্মীপুর সদর সার্কেল সহ অন্যান্য অফিসার বৃন্দ।

পুলিশ সুপার আকতার হোসেন বলেন, “নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। এখানে কোনো ধরনের ঘুষ, তদবির কিংবা অন্যায্য হস্তক্ষেপের সুযোগ ছিল না। আমরা চাই প্রকৃত মেধা ও যোগ্যতা অনুযায়ী সদস্য নিয়োগ হোক, যাতে ভবিষ্যতে একটি দক্ষ ও দেশপ্রেমিক পুলিশ বাহিনী গড়ে ওঠে।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের পরিবার ও স্থানীয় জনসাধারণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং পুলিশ বিভাগের প্রতি তাদের আস্থা আরও বেড়েছে বলে জানান।

লক্ষ্মীপুর জেলা পুলিশ প্রমাণ করেছে,সঠিক নেতৃত্ব ও সদিচ্ছা থাকলে সরকারি নিয়োগ প্রক্রিয়াও হতে পারে শতভাগ স্বচ্ছ, ন্যায্য ও জনবান্ধব।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

লক্ষ্মীপুরে জনবান্ধব পুলিশ সুপারের স্বচ্ছতায় নিয়োগ পেলো ২৪ জন কনস্টেবল

প্রকাশিত : ০৪:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

১২০ টাকার ভর্তি ফি দিয়ে লক্ষ্মীপুর জেলায় ২৪ জন পুলিশ কনস্টেবল নিয়োগ পেয়েছেন সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে। এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করেন লক্ষ্মীপুরের সুযোগ্য পুলিশ সুপার মো. আকতার হোসেন,তিনি স্বচ্ছতা, ও মানবিক নেতৃত্বের জন্য ইতোমধ্যেই জেলার জনগণের আস্থা অর্জন করেছেন।

১০ সেপ্টেম্বর, সকাল ১১টায় লক্ষ্মীপুর পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে নিয়োগের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার সময় উপস্থিত প্রার্থীদের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় এবং এক মানবিক উদাহরণ স্থাপন করা হয়।

এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯১০ জন আবেদন করেন। মাঠ পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৭৪ জন, যেখানে ২২২ জন প্রাথমিকভাবে কৃতকার্য হন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১২১ জন, এতে উত্তীর্ণ হন ৪৭ জন। সর্বশেষ মৌখিক ও অন্যান্য যাচাই-বাছাই শেষে ২৪ জন প্রার্থী চূড়ান্তভাবে কনস্টেবল পদে নিয়োগ লাভ করেন।

লক্ষ্মীপুর পুলিশ সুপার আকতার হোসেন ফলাফল ঘোষণা করেন,এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁদ পুর অতিরিক্ত পুলিশ সুপার, ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, লক্ষ্মীপুর সদর সার্কেল সহ অন্যান্য অফিসার বৃন্দ।

পুলিশ সুপার আকতার হোসেন বলেন, “নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। এখানে কোনো ধরনের ঘুষ, তদবির কিংবা অন্যায্য হস্তক্ষেপের সুযোগ ছিল না। আমরা চাই প্রকৃত মেধা ও যোগ্যতা অনুযায়ী সদস্য নিয়োগ হোক, যাতে ভবিষ্যতে একটি দক্ষ ও দেশপ্রেমিক পুলিশ বাহিনী গড়ে ওঠে।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের পরিবার ও স্থানীয় জনসাধারণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং পুলিশ বিভাগের প্রতি তাদের আস্থা আরও বেড়েছে বলে জানান।

লক্ষ্মীপুর জেলা পুলিশ প্রমাণ করেছে,সঠিক নেতৃত্ব ও সদিচ্ছা থাকলে সরকারি নিয়োগ প্রক্রিয়াও হতে পারে শতভাগ স্বচ্ছ, ন্যায্য ও জনবান্ধব।

ডিএস./