০১:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

ডাকসুর নির্বাচন নিয়ে পোস্ট, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি ক্লোজড

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি- সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের প্যানেলের পক্ষেপ্রকাশ্যে শুভ কামনা জানিয়ে ফেইসবুকে পোস্ট করে শেষ পর্যন্ত নিজ দায়িত্ব থেকে ক্লোজড হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন।

তার এই ফেইসবুক পোস্ট নিয়ে চারদিকে আলোচনা ও সমালোচনা শুরু হলে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পাশাপাশি তার জায়গায় নতুন করে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে পদায়ন করা হয়েছে বলে জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, প্রত্যাহার হওয়া ওসি মোজাফফর হোসেন মঙ্গলবার রাত ২ টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিতে গিয়ে তিনি সেখানে লিখেন, মেধাবীদের জন্য শুভ কামনা রইলো, ২১, ১৭, ০৮’।

অর্থাৎ এই ৩টি সংখ্যা হলো ডাকসু নির্বাচনে ছাত্রদলের ৩টি গুরুত্বপূর্ণ পদে মনোনীত প্রার্থীদের ব্যালট নম্বর। ওসির ফেইসবুক আইডি থেকে এমন পোস্ট সামনে আসার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করে সবাই। পরবর্তীতে ওসি মোজাফফর ও আরেকটি পোস্টের মাধ্যমে তার আইডি হ্যাকের ব্যাপারটি সবাইকে জানান ও বিভ্রান্ত না হতে বলেন।

তার পাশাপাশি বিষয়টি নিয়ে তিনি পোস্ট দেওয়ার ঘটনায় নিজে তিনি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে থানায় একটি (সাধারণ ডায়েরি) জিডি করেন। জিডি নোটে ওসি মোজাফফর হোসেন উল্লেখ করেন, ‘আমার ব্যক্তিগত ফেইসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হ্যাক করত একটি রাজনৈতিক পোস্ট করেছে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া স্ক্রিন শর্টে দেখা যায় যে, বেগুনি রঙের ব্যাকগ্রাউন্ডে শুভকামনা ২১, ১৭, ০৮, লেখা পোস্ট প্রচার হচ্ছে।

বিষয়টি আমি তাৎক্ষণিক পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে অবগত করি। কে বা কারা এই পোস্ট করেছে আমার জানা নেই। পরবর্তীতে আমি আমার আইডিতে ঢুকে উক্তরূপ দেখতে পায়নি। আমি আমার সরকারি আইডি Sadar Thana Brahmanbaria তে হ্যাক হওয়ার বিষয়টি অবগত করে পোস্টটি দিয়েছি।’ এই ব্যাপারে তিনি সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছিলেন ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ডাকসুর নির্বাচন নিয়ে পোস্ট, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি ক্লোজড

প্রকাশিত : ০৪:৫৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি- সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের প্যানেলের পক্ষেপ্রকাশ্যে শুভ কামনা জানিয়ে ফেইসবুকে পোস্ট করে শেষ পর্যন্ত নিজ দায়িত্ব থেকে ক্লোজড হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন।

তার এই ফেইসবুক পোস্ট নিয়ে চারদিকে আলোচনা ও সমালোচনা শুরু হলে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পাশাপাশি তার জায়গায় নতুন করে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে পদায়ন করা হয়েছে বলে জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, প্রত্যাহার হওয়া ওসি মোজাফফর হোসেন মঙ্গলবার রাত ২ টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিতে গিয়ে তিনি সেখানে লিখেন, মেধাবীদের জন্য শুভ কামনা রইলো, ২১, ১৭, ০৮’।

অর্থাৎ এই ৩টি সংখ্যা হলো ডাকসু নির্বাচনে ছাত্রদলের ৩টি গুরুত্বপূর্ণ পদে মনোনীত প্রার্থীদের ব্যালট নম্বর। ওসির ফেইসবুক আইডি থেকে এমন পোস্ট সামনে আসার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করে সবাই। পরবর্তীতে ওসি মোজাফফর ও আরেকটি পোস্টের মাধ্যমে তার আইডি হ্যাকের ব্যাপারটি সবাইকে জানান ও বিভ্রান্ত না হতে বলেন।

তার পাশাপাশি বিষয়টি নিয়ে তিনি পোস্ট দেওয়ার ঘটনায় নিজে তিনি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে থানায় একটি (সাধারণ ডায়েরি) জিডি করেন। জিডি নোটে ওসি মোজাফফর হোসেন উল্লেখ করেন, ‘আমার ব্যক্তিগত ফেইসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হ্যাক করত একটি রাজনৈতিক পোস্ট করেছে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া স্ক্রিন শর্টে দেখা যায় যে, বেগুনি রঙের ব্যাকগ্রাউন্ডে শুভকামনা ২১, ১৭, ০৮, লেখা পোস্ট প্রচার হচ্ছে।

বিষয়টি আমি তাৎক্ষণিক পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে অবগত করি। কে বা কারা এই পোস্ট করেছে আমার জানা নেই। পরবর্তীতে আমি আমার আইডিতে ঢুকে উক্তরূপ দেখতে পায়নি। আমি আমার সরকারি আইডি Sadar Thana Brahmanbaria তে হ্যাক হওয়ার বিষয়টি অবগত করে পোস্টটি দিয়েছি।’ এই ব্যাপারে তিনি সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছিলেন ।

ডিএস./