০১:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন

উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়, স্যার সৈয়দ আহমেদ রোডে হোটেল তাজ ইন এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সাংবাদিক ইউনিয়নের সদস্য মিজানুর রহমান।কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য মোঃ গোলাম কিবরিয়া ডাকলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন সদস্য নজরুল ইসলাম মুকুল, মোকাদ্দেস হোসেন সেলিম, আব্দুল জব্বার সুজন, আবু মনি সাকলাইন এলিন, আকরামুজ্জামান আরিফ, নাজমুল হুসাইন, মিলন খান, নাজমুল ইসলাম, চয়ন আহম্মেদ প্রমুখ।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের অতীত বর্তমান ও সংগঠনের সংকট নিরসনের উপর বক্তব্য রাখেন নজরুল ইসলাম মুকুল, তিনি বলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্য নির্বাহী কমিটির মেয়াদ ২২ জুলাই ২০২৫ তারিখে শেষ হয়ে গেছে । এই কমিটি এখন বিলুপ্ত ও অবৈধ । তাদের কার্যক্রম করার বৈধতা গঠনতন্ত্র অনুযায়ী স্থগিত হয়ে গেছে। সাবেক নির্বাহী কমিটি নিজেরাই ইচ্ছেমত পদ- পদবী ব্যবহার করে সংগঠন চালাতে যেয়ে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। সাবেক কার্য নির্বাহী কমিটি ৩ বছরের মধ্যে একটি সাধারণ সভাও করতে পারেনি। এমন কি মাসিক ও ত্রৈ-মাসিক সভা পর্যন্ত করেনি। সাধারণ সদস্যদের মাসিক চাঁদা ৩ বছরে কারো থেকে নেয়া হয়নি। ভুয়া কাগজ পত্র তৈরী করে আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ায় একসাথে ৩ বছরের আয় ব্যয় রির্টান দাখিল করা হয়েছে।

যা সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থি। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী পরিষদের মেয়াদ শেষ হবার আগেই ৪৫ দিনের মধ্যে ত্রি-বার্ষিক নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার বিধান থাকলেও তা না করে কার্য নির্বাহী পরিষদের মেয়াদ উত্তীর্ণ করে সাধারণ সদস্যদের অবজ্ঞা করে এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা গঠনতন্ত্র পরিপন্থি। সাবেক ওই নির্বাহী কমিটিকে বারবার বলা সত্বেও নির্বাচনী ব্যবস্থা আয়োজন করে নাই। তাই গঠনতন্ত্র অনুযায়ী আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ার পরামর্শে গঠনতন্ত্র মোতাবেক সাধারন সদস্যদের আজকের এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এই বিশেষ সাধারণ সভা থেকে ৩ অথবা ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা এবং আগামী ৪৫ দিনের মধ্যে ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নির্বাচনের দিন তারিখ নির্ধারণ, সদস্যদের মাসিক চাঁদা পরিশোধ করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ, পূর্বের তালিকা থেকে ভুয়া সদস্যদের নাম যাচাই বাছাই এবং মৃত সদস্যদের নাম বাদ দিয়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়ার আহবান জানান।

বিশেষ সাধারণ সভায় উপস্থিত সকল সদস্য সংগঠনের বিভিন্ন ধারা উপধারা নিয়ে ব্যাপক আলোচনা শেষে নজরুল ইসলাম মুকুলকে আহবায়ক, মোকাদ্দেস হোসেন সেলিম, আবু মনি সাকলাইন এলিন, আকরামুজ্জামান আরিফ ও নাজমুল হুসাইনকে সদস্য করে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করেন। এই কমিটি ৪৫ দিনের মধ্যে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করার সিন্ধান্ত গৃহিত হয়। এই সভায় সর্ব সম্মতিক্রমে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট রফিকুল ইসলাম সবুজ, সহকারী নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মাহমুদ হাসান রাছেল (লিটন) ও এ্যাডভোকেট মোঃ আবু হায়দার লিপুকে গঠনতন্ত্র মেনে সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব দেয়া হয়। সংগঠনের বিধি মোতাবেক এই নির্বাচন কমিশনারবৃন্দ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এ ছাড়া আরো বেশ কয়েকটি সিদ্ধান্তও অনুমোদন করা হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত : ০৫:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়, স্যার সৈয়দ আহমেদ রোডে হোটেল তাজ ইন এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সাংবাদিক ইউনিয়নের সদস্য মিজানুর রহমান।কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য মোঃ গোলাম কিবরিয়া ডাকলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন সদস্য নজরুল ইসলাম মুকুল, মোকাদ্দেস হোসেন সেলিম, আব্দুল জব্বার সুজন, আবু মনি সাকলাইন এলিন, আকরামুজ্জামান আরিফ, নাজমুল হুসাইন, মিলন খান, নাজমুল ইসলাম, চয়ন আহম্মেদ প্রমুখ।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের অতীত বর্তমান ও সংগঠনের সংকট নিরসনের উপর বক্তব্য রাখেন নজরুল ইসলাম মুকুল, তিনি বলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্য নির্বাহী কমিটির মেয়াদ ২২ জুলাই ২০২৫ তারিখে শেষ হয়ে গেছে । এই কমিটি এখন বিলুপ্ত ও অবৈধ । তাদের কার্যক্রম করার বৈধতা গঠনতন্ত্র অনুযায়ী স্থগিত হয়ে গেছে। সাবেক নির্বাহী কমিটি নিজেরাই ইচ্ছেমত পদ- পদবী ব্যবহার করে সংগঠন চালাতে যেয়ে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। সাবেক কার্য নির্বাহী কমিটি ৩ বছরের মধ্যে একটি সাধারণ সভাও করতে পারেনি। এমন কি মাসিক ও ত্রৈ-মাসিক সভা পর্যন্ত করেনি। সাধারণ সদস্যদের মাসিক চাঁদা ৩ বছরে কারো থেকে নেয়া হয়নি। ভুয়া কাগজ পত্র তৈরী করে আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ায় একসাথে ৩ বছরের আয় ব্যয় রির্টান দাখিল করা হয়েছে।

যা সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থি। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী পরিষদের মেয়াদ শেষ হবার আগেই ৪৫ দিনের মধ্যে ত্রি-বার্ষিক নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার বিধান থাকলেও তা না করে কার্য নির্বাহী পরিষদের মেয়াদ উত্তীর্ণ করে সাধারণ সদস্যদের অবজ্ঞা করে এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা গঠনতন্ত্র পরিপন্থি। সাবেক ওই নির্বাহী কমিটিকে বারবার বলা সত্বেও নির্বাচনী ব্যবস্থা আয়োজন করে নাই। তাই গঠনতন্ত্র অনুযায়ী আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ার পরামর্শে গঠনতন্ত্র মোতাবেক সাধারন সদস্যদের আজকের এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এই বিশেষ সাধারণ সভা থেকে ৩ অথবা ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা এবং আগামী ৪৫ দিনের মধ্যে ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নির্বাচনের দিন তারিখ নির্ধারণ, সদস্যদের মাসিক চাঁদা পরিশোধ করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ, পূর্বের তালিকা থেকে ভুয়া সদস্যদের নাম যাচাই বাছাই এবং মৃত সদস্যদের নাম বাদ দিয়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়ার আহবান জানান।

বিশেষ সাধারণ সভায় উপস্থিত সকল সদস্য সংগঠনের বিভিন্ন ধারা উপধারা নিয়ে ব্যাপক আলোচনা শেষে নজরুল ইসলাম মুকুলকে আহবায়ক, মোকাদ্দেস হোসেন সেলিম, আবু মনি সাকলাইন এলিন, আকরামুজ্জামান আরিফ ও নাজমুল হুসাইনকে সদস্য করে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করেন। এই কমিটি ৪৫ দিনের মধ্যে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করার সিন্ধান্ত গৃহিত হয়। এই সভায় সর্ব সম্মতিক্রমে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট রফিকুল ইসলাম সবুজ, সহকারী নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মাহমুদ হাসান রাছেল (লিটন) ও এ্যাডভোকেট মোঃ আবু হায়দার লিপুকে গঠনতন্ত্র মেনে সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব দেয়া হয়। সংগঠনের বিধি মোতাবেক এই নির্বাচন কমিশনারবৃন্দ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এ ছাড়া আরো বেশ কয়েকটি সিদ্ধান্তও অনুমোদন করা হয়।

ডিএস./