সিরাজগঞ্জের শাহজাদপুরে চাচা ভাতিজা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার মশিপুর উত্তর পাড়া মিতালী সংসদের আয়োজনে মশিপুর উত্তর পাড়া চাচা ভাতিজা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মশিপুর গ্রাম্য প্রধান আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গাঁড়াদহ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও মিতালী সংসদ ক্লাবের সভাপতি আব্দুল মতিন,গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ,গাঁড়াদহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোমিনুল হক হিরা,আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি রফিকুল ইসলাম,মাঠ সংস্কারের উদ্যোক্তা কবি ও সাহিত্যিক হোসেন শহীদ সরোয়ারদী,ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বাবলু সরকারসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।৯০ মিনিট খেলার শেষে কোন দলই গোল না দিতে পেরে ম্যাচটি ড্র হয়েছে।
ডিএস./




















